Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৬/০৯/২০২১

Bangladesh Bank Job Solution-বিগত সালের ব্যাংকের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান

 বাংলাদেশ ব্যাংক জব সলিউশন 


চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বিগত সালের ব্যাংক নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক বছর বাংলাদেশ ব্যাংকে নিয়োগ হয়ে থাকে।সমন্বিত ব্যাংক নিয়োগ পরিক্ষা, জনতা ব্যাংক,কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক সহ সকল ব্যাংকের চাকরির প্রস্তুতির জন্য নিম্নে বিগত সালে আসা প্রশ্নের সমধান দেয়া হলো।
Bangladesh Bank Job Solution-বিগত সালের ব্যাংকের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান


 বিগত সালের প্রশ্ন থেকে বাছাই করে 

১. প্রতাম্বিক  শব্দের অর্থ কি? 
প্রাতাম্বিক শব্দের অর্থ স্বকীয়।



৩. T.S Eliot এর লেকা The Journey of the Magi কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক অনূদিত রুপ হলো  কি?
তীর্থ যাত্রী।



৫. মনিমন্ডুষা এর প্রমিত উচ্চারণ কি?
মোনিমনজুশা

৬ মঙ্গল কাব্যে ধর্মীয় আরাধন মূখ্য হলেও এর অন্যতম বৈশিষ্ট্য কি?
উত্তর : সামাজিক মিথস্ক্রিয়া। 



৮. " মনে পড়ে সেই  জৈষ্ঠ দুপুরের পাঠশালা পলায়ন" এখানে কোন কারক ও বিভক্তি কি হবে?

অপদানে শূন্য। 

১৫. The synonym of ' vigilant ' is----
Observant
 
১৬. If Cigarettes were banned, life ------- healthier.




১৮. The antonym of extinction is -----

Survival.



20. The Parking beach of Bangladesh is located at ------
Chattogram. 

বেশিরভাগ ব্যাংক নিয়োগ পরিক্ষায় ইংরেজিতে প্রশ্ন হয় আমরা সকলে সুবিধার্থে বাংলায় তুলে ধরলাম। 

২১. ১৯৭২ সালে পূর্বে জনতা ব্যাংকের নাম কি ছিল?
ইউনাইটেড ব্যাংক।

২২. সুমেরীয়রা কোন সভ্যতার অংশ ছিল?
মেসোপোটেমিয়া সভ্যতার।


২৪.  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে "মুজিব বর্ষ " কয়টি দেশে পালিত হয়।

১৯৫ টি দেশে।

২৫. নারী ও শিশু নির্যাতন রোধে জাতীয় সাহায্য সেবা নাম্বার কোনটি?

১০৯

২৬.  "কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে" কবি ডিএল রায় কি উদ্দেশ্য করে লেখেন?
উত্তর : সবুজ মাঠ।


২৮. "বউদি ফাগুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগলো " এখানে কয়টি ধ্বনির পরিবর্তন হয়েছে?

ছয়টি।





৩১. Brevity is the soul of wit এর যথাযথ অর্থ কোনটি?
মানিকের খানিক ভালো।

৩২. The synonym of "sanguine"

Optimistic. 

৩৩. The antonym of " insipid"

Exciting. 



৩৫. মিয়ানমারের রাজধানীর নাম কি?
ইয়াঙ্গুন। 

৩৬. মালয়শিয়ার মুদ্রার নাম কি?
রিংগিত। 

৩৭. আগরতলা যড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? 
৩৫ জন।

৩৮. " পদ্মাবতী " একটি-
অনুবাদ গ্রন্থ। 

৩৯. " মান্ধাতার আমল" এখানে মান্ধাতা কে?
মান্ধাতা এক রাজার নাম।


৪০.  তরজা কি?
কবিগান জাতীয় লোকসংগীত। 

৪১. "খোশ মে জাজ "? 
সমানাধিকার বহুব্রীহি।