বিজ্ঞানবিষয়ক নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর 

বিসিএস,শিক্ষক নিবন্ধন, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, ও ব্যাংক নিয়োগ পরিক্ষায় বিগত সালে আসা বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হলো।



নৈর্ব্যক্তিক (mcq) প্রশ্ন ও উত্তর 

১. কলের পানিতে কোন রাসায়নিক উপাদান থাকে?

উত্তরঃ ক্লোরিন। 

২. মানুষের রক্ত কণিকা কত ধরনের 

উত্তর : মানুষের শরীরের রক্ত কণিকা তিন ধরনের হয়ে থাকে।

৩. ইবোলা ভাইরাস কবে আবিষ্কার হয়?

উত্তর: ইবোলা ভাইরাস ১৯৭৬ সালে আবিস্কার হয়।

৪.  কোন ভিটামিন এর অভাবে রক্তস্বল্পতা দেখা দেয়?

উত্তর: ভিটামিন বি এর অভাবে রক্তস্বল্পতা দেখা দেয়।

৫.  কোন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাপ পরিবাহিত হয়?

উত্তর:  বিকিরণ প্রক্রিয়ায় দ্রুত তাপ পরিবাহিত হয়।


৭. বলের একক কি? 

বলের একক নিউটন। 


৯. ডিজেল ইঞ্জিনের জনক কে?

ডিজেল ইঞ্জিনের একক অটো।

১০.  শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে?

শব্দের একক ডেসিবল। 

১১. মানুষের গায়ের রং নির্ভর করে কিসের উপর?

মানুষের চামড়ার রং নির্ভর করে মেলানিনের উপর।

১২. ভিটামিন ডি এর অভাবে কোন রোগ দেখা দেয়।

ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগের সৃষ্টি হয়।

১৩.  সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি?

উত্তর: সবচেয়ে মূল্যবান ধাতুর নাম প্লাটিনাম।

১৪. বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধরনের তার ব্যবহার হয়?

হিটার ও ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়।



১৬.  হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

হ্যালির ধূমকেতু ৭৬ বছর পরপর দেখা যায়। সর্বশেষ হ্যালির ধূমকেতু ১৯৮৬ সালে দেখা গেছে।

১৭. কাগজের রাসায়নিক উপাদান কি?

কাগজের রাসায়নিক উপাদান সেলুলোজ। 

১৮. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন উপাদান? 

ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম।

১৯.  ক্যালসিয়াম কার্বনেট বা চুন কোথায় পাওয়া যায়?

জলজ শামুক ও ঝিনুক থেকে চুন পাওয়া যায়।



২১ দিয়াশলাই কাঠির মাথায় কি থাকে?

দিয়াশলাই কাঠির মাথায় লোহিত ফসফরাস থাকে।

২২.  অ্যালটমিটার কি?

অ্যালটিমিটার দিয়ে উচ্চতা পরিমাপ করা হয়।

২৩. লেবুতে কোন এসিড  থাকে?

লেবুতে নাইট্রিক এসিড থাকে।

২১. দুধে কোন এসিড থাকে?

দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে।

২২. CFC গ্যাসের বানিজ্যিক নাম কি?

২৩. CFC গ্যাসের বানিজ্যিক নাম কি?

সিএফসি গ্যাসের বানিজ্যিক নাম ফ্রেয়ন।

২৪. বরফ কত তাপমাত্রায়  গলে?

জিরো ডিগ্রি তাপমাত্রায় বরফ গলে।

২৫.  দীর্ঘতম দিন কোনটি?

২১ জুন

২৬.  দিন রাত সমান ২৩ সেপ্টেম্বর।

২৭. মাকড়শার মাকড়সার পা ৮ টি।

২৮. ওজোনস্তর ধ্বংস করে কোম গ্যাস?

কার্বন-ডাই-অক্সাইড অক্সাইড ওজোনস্তর ধ্বংস করে। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে ওজোনস্তর। 

২৯. গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণতার জন্য দায়ী কে?

কার্বন-ডাই-অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। 

৩০. পৃথিবীর ব্যাস কত?

পৃথিবীর ব্যাস ১২৬৬৭ কিমি।

৩১. সোনা পানির তুলনায় কতগুন ভারী?

সোনা পানির তুলনায় ১৯.৩ গুন ভারী।

৩২. বায়ুমন্ডলে ওজনের পরিমাণ কত?

বায়ুমন্ডলে ওজনের পরিমাণ ০.০০০১%

৩৩. একজন মানিক দাঁড়ানো অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়।

৩৪. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন প্রক্রিয়ায়? 

সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে।

৩৫. ভূত্বকের গভীরতা কতটুকু? 

ভূত্বকের গভীরতা ১৬ কিমি।



৩৭.কোন অঞ্চলে সবসময় দিন রাত সমান থাকে?

বিষুবীয় অঞ্চলে দিন রাত সমান থাকে। 

৩৮. চর্মরোগের জন্য দায়ী কে? 

চর্মরোগের জন্য ভিটামিন সি দায়ী।

৩৯. ফলের গন্ধের জন্য দায়ী কে? 

এস্টার ফলের গন্ধ তৈরি করে।


বিসিএস প্রিলিমিনারী, শিক্ষক নিবন্ধন, ব্যাংক নিয়োগ পরিক্ষা, উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরিক্ষা ও অন্যান্য সরকারি চাকরির লিখিত ও এমসি কিউ পরীক্ষার প্রস্তুতির জন্য mbdjobs এর সাথে থাকুন। 




নবীনতর পূর্বতন