Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৪/০৯/২০২১

বিগত সালে প্রশ্ন সমাধান ২০২১ -বেসামরিক বিমান কর্তৃপক্ষ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০২১

পদের নামঃ প্রকিউরমেন্ট অফিসার এবং ইন্সপেক্টর 

তারিখঃ ১০.৯.২১

বিগত সালে প্রশ্ন সমাধান  ২০২১ -বেসামরিক বিমান কর্তৃপক্ষ


১. কোনটা নির্দেশক নয়?

উত্তরঃতম


. ক্রিয়ার প্রথম অংশকে কি বলে?

উত্তরঃধাতু।


৩. বাংলাভাষায় কারকের সংখ্যা কত? 

উত্তরঃছয়।

৪. নিচের কোনটি গোঁফ খেজুরে অর্থ প্রকাশ করে?

উত্তরঃ অলস।

৫.সবিতা'শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? 

উত্তরঃসূর্য। 

৬. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক অর্থ আলাদা সেগুলোকে কি বলে?

উত্তরঃ শব্দ জোড়।

৭. বাংলায় মৌলিল স্বরধ্বনি কয়টি? 

উত্তরঃ ৭ টি।

৮. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? 

উত্তরঃ গরুর গাড়ি 

৯.পাশাপাশিধ্বনির মিলনকে কি বলে?

উত্তরঃসন্ধি।

১০.কোনটিক্লীব লিঙ্গ? 

উত্তরঃগাড়ি

১১.গণপ্রজাতন্ত্রী কোন ধরনের শব্দ? 

উত্তরঃতৎসম

১২. লোকে কিনা বলে এখানে লোক শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত?

উত্তরঃ এ

১৩. "মেঘে বৃষ্টি হয় " এখানে মেঘে কোন কারক?

উত্তরঃঅপাদানকারক। 

১৪. বাঘের ভয়ে সকলে ভীত- বাঘের কোন কারক?

উত্তরঃঅপাদানকারক। 

১৫. নিজের চেষ্টায় বড় হও। এখানে চেষ্টায় কোন কারক?

উত্তরঃকরণকারক।

১৬. গগণে গর্জে মেঘ। মেঘ কোন কারক?

উত্তরঃকরণকারক।


১৮. উল্লেখ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

উত্তরঃ উৎ+লেখ

১৯. 'উন্নয়ন' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তরঃ উৎ+নয়ন


ইংরেজি অংশ

1. Give the all-------- this pen.

Ans: but


Ans: He Thanked me.

3. Select the correct sentence. 

Ans: The man stole my bag WHO was tall.

4. synonym of 'Magnanimous '

Ans: A very costly.

5. The correct spelling 

Ans:Humorous. 

8. An Adverb does not modify-

Ans: Nouns.

9. ------- among you are from class x?

Ans: Who.

10. He struck me on------- head

Ans: the.

11. Life is not a bed of roses" means-

Ans: Life is a painful journey. 

12. Please,lean the ladder ----- the wall.

13. Which one of the verb?

Ans: Reopen.


15. Have you finished ------  the book.

Ans: reading.


18. Which of the following is a strong verb?

Ans: Run.

19. He works by fits and starts in the. office, here bold woords means.

Ans: irregularly. 


গনিত অংশ

১.সামান্তরিকেরক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? 

উত্তরঃ ভূমি×উচ্চতা


২.2/5 এর ২৫% সমান কত?

উত্তরঃ ০.১

৩.একটিপঞ্চভূজেরসমষ্টি কত?

উত্তরঃছয়সমকোণ 

৪. ১,১,২,৩,৫,৮,১৩,২১ -------------ধারার ১০ম   পদটি কত?

উত্তরঃ৫৫



 একটিসংখ্যা ৩১থেকে যত বেশি ৫৫ থেকে তত কম সংখ্যাটি কত?

উত্তরঃ৪৩


৬. নীচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম?

উত্তরঃ ৩/৪

৭.. ২×.০১×.০০৭=?

উত্তরঃ . ০০০০২৮

৮. দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটি ৩৫ হলে অপরটি কত?

উত্তরঃ ৫৫

৯.কোনত্রিভুজের বহিঃস্থ  ও অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত?

উত্তরঃ১৮০°

১০. একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর বর্গের কতগুন?

উত্তরঃ ২√২

১১. দুইটি সংখ্যার লসাগু ১৪৪ ও লসাগু ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?

উত্তরঃ ৩৬

১২.কোনলঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে ১২,১৮,২৪ দ্বারা বিভাজ্য-

উত্তরঃ ৭০

১৩. পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হতে ১ কম কোনটি?

উত্তরঃ ১০৯৯৯৮

১৪. ৯০ ও ১০০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা? 

উত্তরঃ ১ টি

১৫. একটি আয়তকার ক্ষেত্রের বিস্তারের চেয়ে ৩ গুন বড় ও ৪৮ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ক্ষেত্রের পরিসীমা কত?

উত্তরঃ ১২৮

১৬. পিতা ও পুত্রের বয়সের বর্তমান সমষ্টি ৮০। পিতার বয়স ৩ গুন হলে পুত্রের বয়স ১০ বছর পরে কত?

উত্তরঃ  ৩০

১৭. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ছোট সংখ্যাটি কত?

উত্তরঃ ৪০

১৮. ১ বর্গমাইল কত একর?

উত্তরঃ ৬৪০ একর।


সাধারণ জ্ঞান 

১. ঐতিহাসিক ৬ দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?

উত্তরঃ বিচার ব্যবস্থা

২. ১৯৬৯ সালের কোন তারিখে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 

উত্তরঃ ২৩ ফেব্রুয়ারিতে। 

৩. প্রাচীন পুণ্ড্রবর্ধন কোন জায়গায় অবস্থিত? 

উত্তরঃ মহাস্থানগড়

৪. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?

উত্তরঃ ৯ নং সেক্টর। 


 

৮. বাংলাদেশে প্রথম আদম শুমারী হয় কোন সালে?

উত্তরঃ ১৯৭৪ সালে।

৯. বেনাপল সংলগ্ন ভারতের স্থলবন্দর কোনটি?

উত্তরঃ পেট্টাপল

১০. মাত্র ১ টি সংসদীয় আসন কোন জেলায়?

উত্তরঃ রাঙ্গামাটি।


১২. আন্তর্জাতিক নারী দিবস কবে?

উত্তরঃ৮মার্চ



 বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?

উত্তরঃ কনস্ট্যান্টিপাল।

১৪. Android operating system কোন ধরনের প্লাটফর্ম 

উত্তরঃ ওপেন সোর্স। 

১৫. ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?

উত্তরঃ বিট কয়েন।

১৬.কোনটিতেজস্ক্রিয়পদার্থ নয়?

উত্তরঃলৌহ


১৭. কোন গ্রহের তাপমাত্রা অনেক বেশি? 

উত্তরঃশুক্র। 

১৮. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ডাবল সেঞ্চুরি করেন কে? 

উত্তরঃমুশফিক 

১৯. অলিম্পিক গেমস এর প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়?

উত্তরঃ৫টি।