Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

পলিটেকনিক ইন্সটিটিউটে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরিক্ষার প্রশ্ন-জুনিয়র ইন্সট্রাক্টর

 জুনিয়র ইন্সট্রাক্টর পদে চাকরির প্রস্তুতি 


ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য পলিটেকনিক ইন্সটিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে আগামীতে জব সার্কুলার আসার জোরালো সম্ভাবনা আছে তাই যারা পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুলে শিক্ষকতা করতে চান তাদের জন্য । 

পলিটেকনিক ইন্সটিটিউটে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরিক্ষার প্রশ্ন-জুনিয়র ইন্সট্রাক্টর



জুনিয়র ইন্সট্রাক্টর (উপসহকারী প্রকৌশলী) পদে বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ থেকে প্রস্তুতি। 

Diploma engineers jobs exam question solution. Sub asst engineer niog question solution 

১. চানাচুর  শব্দটি কোন ভাষা থেকে আগত?

চানাচুর চীনা শব্দ। 

 

৩. হাল এর বিপরীত শব্দ কি?

হাল এর বিপরীত শব্দ সাবেক।

৪. চকমক শব্দ কোন ভাষা থেকে আগত?

তুর্কী ভাষা থেকে আগত।



৭. জসিমউদদীন এর কবর কবিতা কোন ছন্দে রচিত?

মাত্রাবৃত্তছন্দে । 


৯. হ্ম বর্ণটিতে কোন কোন বর্ণ যুক্ত আছে?

হ্ + ম

১০. ত্থ বর্ণটিতে  কোন কোন বর্ণ যুক্ত আছে? 

ত + থ

১১.  ড. মোহাম্মদ শহিদুল্লাহ মতে বাংলা ভাষার উদ্ভব কোথা হতে?

গৌড়ী অপভ্রংশ থেকে।



Sub Asst Engineer পদে ইংরেজি থেকে প্রশ্নের ধরণ।


1. A drowning man catches ----- a Straw 

At 

2. Choose the correct spelling. 

Diarrhoea. 

 Millennium. 

erratic person 

 is one who is ---

Unreliable. 



ডিপ্লোমা ইন্জিনিয়ারিংএ পদে সাধারণ জ্ঞানের প্রস্তুতি। 

১. বাংলাদেশ সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?

২৩ নভেম্বর ১৯৭৪ সালে।

২. ঢাকার আহসান মন্জিল কবে তৈরি করা হয়?

১৮৭২ সালে।

৩. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে থেকে চালু হয়?

১৯৭৭ সাল থেকে।

৪. বাংলাদেশে কবে থেকে বয়স্কভাতা চালু হয়?

১৯৯৭ সাল থেকে।


৬. বাংলাদেশে প্রথম রেল লাইন চালু হয় কবে থেকে? 

১৮৬২ সাল থেকে। 

৭.  জাতীয় সংসদে কত ভোটে সাধারণ আইন পাস হয়?

৫০%+১ ভোটে।

৮. সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে?

৭৭ অনুচ্ছেদে। 

৯. পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারী হয় কবে?

১৯৮৫ সালে।



১১. বুরকিনা  ফাসো দেশটির আগের নাম কি?

আপার ভোল্টা।

১২.  জাতিসংঘের কোন তারিখে ফিলিস্তিন দিবস পালন করে? 

২৯ নভেম্বর । 

১৩. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পীকারের নাম কি?

মোহাম্মদ উল্লাহ। 

১৪. পানামা খালের মালিকানা কত সালে পানামার কাছে হস্তান্তর করা হয়?

১৯৯৯ সালে।




No comments: