গ্যাস কোম্পানিতে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ প্রশ্ন ।
বিগত সালের বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও সুন্দরবন গ্যাসকোম্পানি, পশ্চিমা অঞ্চল গ্যাস কোম্পানি ও বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানিতে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে MCQ প্রশ্নের পরীক্ষার সমাধান ও ধরণ।দেয়া হলো।
নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর (MCQ)
১. বন্ধুর এর বিপরীত শব্দ কি?
বন্ধুর এর বিপরীত শব্দ সমতল।
২. শরৎচন্দ্রের মহেশ কোন প্রকৃতির লেখা?
এটা একটি ছোট গল্প।
৩. আলমারি কোন দেশি শব্দ?
আলমারি পর্তুগিজ শব্দ।
৫. ' রাখালী ' বইটির রচয়িতা কে?
পল্লী কবি জসিমউদদীন রাখালী বইয়ের রচয়িতা।
10. Ramiz ------ here yesterday and ------ will go.
Ans: Went, will go.
Correct spelling
11. Favorite
12.Judgement
13. Amalgamate
14. Education
15. Delineate
১৬. একটি শিবিরে ৭২০ জন সেন্যের ২০ দিনের খাবার মজুদ আছে।১০ দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট তাদের ৮ দিন চলে।শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল?
উত্তরঃ ১৮০ জন।
১৭. শতকরা বার্ষিক কত হার সরল সুদে ৪৫০ টাকায় ১২ বছরে সুদ ২১৬ টাকা হবে।
উত্তরঃ ৪%
১৮. একটি স্কুলপর্যায় ছাত্রদের ড্রিল করার সময় ৮,১২, ও ১৬ সারিতে সাজানো যায় আবার বর্গাকরেও সাজানো যায়।ঐ স্কুলে ছাত্র সংখ্যা কত?
উত্তরঃ ১৪৪ জন।
২০. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটির তার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশি সংখ্যাটি কত?
উত্তরঃ ২৫।
২১. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
২২. ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ফ্রান্স।
২৪. মরু- ভূমিতে কোন উদ্ভিদ জন্মে?
উত্তরঃ ফনি মনসা।
২৫. কোন ওয়েল্ডিং এর জন্য ওয়েল্ডিং টর্চ ব্যবহার হয়?
উত্তরঃ গ্যাস ওয়েল্ডিং।
২৬. জিআই শীটকে আমাদের দেশে কি নামে ডাকা হয়?
উতরঃ টিনশীট
২৭. সয়িং এর কাজে ব্যবহ্নত তরলের নাম কি?
উত্তরঃ কাটিং ফ্লুয়িড।
২৮. পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কেমিক্যালি কারেক্ট মিক্সচার বাতাস:জ্বালানী অনুপাত কত?
উত্তরঃ ১৫:১
২৯. ফ্লাটি বেল্ট ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় দূরত্ব সর্বোচ্চ কত ব্যবহার করা যেতে পারে?
উত্তরঃ ১০ মিটার।
৩০. রিভেট লাগানোর কাজে কোন যন্ত্রাংশ ব্যবহ্নত হয়?
উত্তরঃ রিভেটিং হ্যামার।
৩১. গ্রাইন্ডিং হুইল এর পরিধি ব্যবহার করার ক্ষেত্রে হুইল স্পিন্ডলের কিভাবে থাকে?
উত্তরঃ অনুভূমিক।
৩২. চুল্লি প্রধানত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার।
৩৩. তরল পদার্থের উপরি তলে চাপের গভীরতা কত?
উত্তরঃ শূন্য।
৩৪. যে যন্ত্রের সাহায্যে গতি শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয় তাকে কি বলা হয়?
উত্তরঃ ওয়াটার টারবাইন।
৩৫. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হিসাবে ধরা হয় কোনটি?
উত্তরঃ কেলভিন।
৩৬. যখন শুস্ক স্টীমকে সমচাপে তাপ দেয়ার ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পায় তখন ঐ সিস্টেমকে কি বলা হয়?
উত্তরঃ সুপারহিটেড স্টিম।
৩৭. ইঞ্জিন সিলিন্ডার পিস্টন গমনাগমনেদ দূরত্বকে কি বলা হয়?
পিস্টন ডিসপ্লেসমেন্ট।
৩৮. ইন্জিন স্টার্ট এর জন্য সর্বনিম্ন কত আরপিএম এর প্রয়োজন হয়?
উত্তরঃ ৫০ আরপিএম।
৩৯. ক্যাপসিটর কি হিসাবে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে?
উত্তরঃ স্ট্যাটিক চার্জ।
৪০. কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি?
মেরু অঞ্চলে।
৪১. নিচের কোনটি একটি ডাবল পয়েন্ট কাটিং টুল।
টুইস্ট ড্রিল বিট।
৪২. কোনটি পিচ্ছিলকারক?
তৈল
৪৩. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
সূর্য।
৪৪. কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
৪° সেলসিয়াস।
৪৫. দুটি ইটকে পরস্পর আঘাত করলে যদি ধাতব শব্দের মত শব্দ করে না ভাঙ্গে তাহলে তা কোন শ্রেণীর ইট?
পিকঝাম।
৪৬. পানিচক্র কি ধরনের প্রক্রিয়া?
প্রা কৃতিক।
৪৮. কোন মাধ্যমে শব্দেরগতি সবচেয়ে বেশি?
কঠিন মাধ্যমে শব্দের গতি বেশি।
৪৯.পরিবাহির রেজিস্টেন্স নির্ভর করে না কিসের উপর?
তাপমাত্রার উপর।
৫০. একটি চুম্বকের চারিদিকে যতটুকু স্থান জুড়ে ঐ চুম্বকের প্রভাব বিদ্যমান তাকে কি বলে?
উত্তরঃ চৌম্বক বলরেখা।
৫১. পেইন্টে ডিনার রুপে কি ব্যবহার হয়?
তারপিনকে পেইন্টে ব্যবহার করা হয়।
৫২. ব্যাটারি থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়?
উত্তরঃ ডিসি।
৫৩. সবচেয়ে মূল্যবানধাতু কোনটি?
প্লাটিনাম
৫৪. খাবার লবনের মূল উপাদান কোনটি?
উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড।
৫৫. কোনটি ভালো অগ্নিনিরোধক?
পাথরভালো অগ্নি রোধক।
৫৬. চর্যাপদএর প্রথম পদটির রচয়িতা কে?
উত্তরঃ লুইপা।
৫৭. বাক্যে কোন বিরাম চিহ্ন এর ব্যবহারে থামার প্রয়োজন নাই?
উত্তরঃ বন্ধনী
৫৮. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় এর ছদ্মনাম কি?
-কমলাকান্ত
৫৯. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
ধন-দৌলত।
৬০. এইসব দিন রাত্রি এর রচয়িতা কে?
হুমায়ূন আহমেদ।
৬১. Have You------- to Khulna?
Ans: Everbeen.
৬২. The mayor need to make over image
Ans: an
৬৩. I can not put up such nonsense with in by ----upon.
At.
৬৪. একটি পুতুল ২৫% লাভে ৭৫০ টাকায় বিক্রি করলে পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?
উত্তরঃ ৬০০ টাকা।
৬৫. কোটি ৪৫° কোনের প্রকৃত কোণ?
উত্তরঃ ৪৫
৬৬. শতকরা ৫ টাকা সরল হার সুদে ২০ বছরে সুদাসলে ৫০০০ টাকা হলে মূলধন কত?
উত্তরঃ২৫০০ টাকা।
৬৭. A এবং B এর মোট বয়স B এবং C এর মোট বয়সের তুলনায় ১২ বছর বেশি C,Aএর চেয়ে ছোট
১২ বছর।
৬৮. একটি ক্লাসে ১৬ জন ছেলের গড়ে ওজন ৫০ কেজি এবং অবশিষ্ট ৪ জন ছেলের গড়ে ওজন ৪০ কেজি ক্লাসের সকল ছেলের গড়ে ওজন কত?
উত্তরঃ ৪৮ কেজি।
৬৯. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গড়াই।
৭০. বুড়িমারি স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট।
৭১. ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ব্রাসেলস -এ
৭২. লাইনঅবকন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্ত রেখা চিহ্নিত করে?
উত্তরঃ ভারত-পাকিস্তান।
৭৩. বকোন শহরটি নিষিদ্ধ শহর?
উত্তরঃ লাসা
৭৪. নারী মুক্তিযোদ্ধা হিসাবে সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
উত্তরঃ ক্যাপ্টেন সেতারা বেগম।
৭৬. বিশ্বের বড় অর্থনৈতিকজোট ?
উত্তরঃ WTO
৭৭. বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ এক কক্ষ
৭৮. কম্পিউটার এর সিপিইউ কোনটিকে বলে?
উত্তরঃ প্রসেসর।
৭৯.কোনদেশের লিখিত সংবিধাননাই?
উত্তরঃযুক্তরাজ্যের লিখিত নয়।
৮০. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত?
উত্তরঃ ১৫ টি
৮১. ইউরোপএর ককপিট বলা হয় কোন দেশকে?
উত্তরঃ বেলজিয়ামকে
৮২. বান্দুংশহর কোন দেশে অবস্থিত?
উত্তরঃইন্দোনেশিয়া।
৮৩. পবিত্র ভূমি বলা হয় কোনটিকে?
উত্তরঃ জেরুজালেম।
৮৪. কোনদেশের কোন সমুদ্রবন্দর নেই?
-আফগানিস্তানের নেই
৮৫. হংকং কত সালে চীনে অন্তর্ভুক্ত হয়?
১৯৯৭ সালে।
৮৬. কোন রেখাটির বাংলাদেশকে অতিক্রম করেছে?
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা।
৮৭. কম্পিউটারে কোন নম্বর পদ্ধতি ব্যবহার হয়?
উত্তরঃ বাইনারী
৮৯. The heating ofgas at a constantpressure is governedby-----
Ans:-Charlslaw.
৯০. In idle machines, mechanical advantage is velocity ratio
Ans: Equal to
No comments:
Post a Comment