গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস
১. আন্তর্জাতিক নারী দিবস কবে?
উত্তরঃ ৮ মার্চ।
৩. বিশ্ব আবাসন দিবস কবে?
উত্তরঃ অক্টোবর মাসের প্রথম সোমবার।
৭. বিশ্ব আদিবাসী দিবস কবে?
উত্তরঃ ৯ আগস্ট।
১১. বিশ্ব প্রাণী দিবস কবে
উত্তরঃ ৪ অক্টোবর।
১৩. বিশ্ব খাদ্য বিবস কবে?
উত্তরঃ ১৬ অক্টোবর।
১৪. বিশ্ব এইডস দিবস কবে?
উত্তরঃ ১ ডিসেম্বর
১৫. সার্বজনীন শিশু দিবস কবে?
উত্তরঃ২০ নভেম্বর।
১৬. আদিবাসী বর্ষ= ১৯৯৩ সাল।
১৭. প্রবীণ বর্ষ= ১৯৯৯ সাল।
১৮. নারী দিবস স্বীকৃতি পায়- ৮ মার্চ ১৯৭৫ সালে।
১৯.বর্ণবৈষম্য বিরোধী দিবস কবে?
উত্তরঃ ২১ মার্চ।
২১. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?
উত্তরঃ ৭ এপ্রিল।
২৩. বিশ্ব শ্রমিক দিবস কবে?
উত্তরঃ ১ মে।
২৭. বিশ্ব মাদকবিরোধী দিবস কবে?
উত্তরঃ ২৬ জুন।
২৮. বিশ্ব রেডক্রস এবং রেডক্রিসেন্ট দিবস কবে?
উত্তরঃ ৩১ মে।
পৃথিবীর প্রধান প্রধান প্রণালীর নাম
১. হরমুজ প্রণালী কোন দুটি দেশেকে পৃথক করেছে?
উত্তরঃ হরমুজ প্রণালী ইরান ও আরব আমিরাতকে পৃথক করেছে। এবং পারস্য সাগর ও ওমান সাগরকে সংযুক্ত করেছে।
২. তাতার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
উত্তরঃ তাতার প্রণালী পানামা ও যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে।
৩. বোরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
উত্তরঃ বোরিং প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে এবং উত্তর সাগর ও বোরিং সাগরকে সংযুক্ত করেছে।
৪. বসফরাস প্রণালি কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
উত্তরঃ বসফরাস প্রণালি এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে। এবং মর্মর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
৬. জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশেকে পৃথক করেছে?
মরক্কো ও স্পেনকে পৃথক করেছে ও ভূমধ্যসাগর এবল আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
৭.মালাক্কা প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে।
৯. বাব এল মানদেব কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
উত্তরঃ এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে।
১০.ডোভার প্রনালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
যুক্তরাজ্য ও ফ্রান্সকে।
১১. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল।
আন্তর্জাতিক সীমান্তরেখা
১. ম্যাজিনো লাইন= ফ্রান্স ও জার্মান
২. ডুরান্ড লাইন= পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত রেখা।
৩. ম্যাকমোহন লাইন= ভারত ও চীনের মধ্যকার সীমানা রেখা।
৪. র্যাডক্লিফ লাইন= ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা।
৫. লাইন অব কন্ট্রোল = ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা।
৬.লাইন অব একচুয়াল কন্ট্রোল = ভারত ও চীনের সীমান্ত রেখা।
৭. সনোরা লাইন= যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত রেখার নাম।
৮. তিন বিঘা করিডর= বাংলাদেশ ও ভারত সীমান্ত রেখার নাম।
0 Comments:
Post a Comment