কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন 


পরিক্ষার তারিখঃ২৭.০৮.২১

পদঃ বিভিন্ন (কর্মচারী)


নৈর্ব্যক্তিক প্রশ্ন সমাধান 

১. ল্যাফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজি উচ্চারণ কোনটি? 

উত্তরঃ Lieutenant. 

২. As it were এর অর্থ কি? 

উত্তরঃ যেন।

৩. Ox এর বহুবচন কি হবে?

উত্তরঃ Oxen

৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? 

উত্তরঃ তাজউদ্দীন আহমেদ।

৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? 

উত্তরঃ নাটোর।

৬. শহীদ বুদ্ধিজীবি দিবস কবে?

উত্তরঃ ১৪ ডিসেম্বর। 

৭. বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক পদবী কোনটা? 

উত্তরঃ বীরশ্রেষ্ঠ। 

৮. I wish I----- a king

Ans: were.

৯. Recognise এর Nown কি হবে?

Ans: Recognition 

১০. রেষ্টুরেন্টে এর ইংরেজি বানান কোনটি?

Ans: Restaurant. 

১১. Dhaka is becoming one of the ---- cities in asia

 Ans: busiest

১২. My father arrived while i ------ the book

Ans: Read

১৩. Fortune ----- the brave

Ans: Favours 

১৪. Had I known here, I----- met here.

Ans: would 

১৫. I count------ your help.

Ans: Upon.

১৬. We should have tasty----- meal.

Ans: Nutritious. 

১৭. We waited until the plane-----

Ans: Taken off.

১৮. Student should attend ----their class.

Ans: Told

১৯. শুদ্ধ বানানঃ Leisure 

২০. Slow and Steady ----- the rest.

Ans: wins

২১. They arrived here after you------

Ans: had left.

২২. Power এর verb কি?

উত্তরঃ Empower. 

২৩. লেনসন ম্যান্ডেলা কোন দেশের নাগরিক? 

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

২৪. সর্বশেষ অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হওয়ার কথা। 

উত্তরঃ জাপান

২৫.বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? 

উত্তরঃ মেহেরপুর। 

২৬. 'বন্দর আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর? 

উত্তরঃ ইরান।

২৭. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কার্যালয় কোথায়? 

উত্তরঃ ম্যানিলা।

২৮. ভূত এর বিপরীত শব্দ কি? 

উত্তরঃ ভবিষ্যত।

২৯. বিনয় এর বিপরীত অর্থ কি? 

উত্তরঃ ঔদ্ধত্য। 

৩০.বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো গ্রন্থ কোনটি?

উত্তরঃ চর্যাপদ। 

৩১. wisdom এর বাংলা অর্থ কি?

উত্তরঃ প্রজ্ঞা। 

৩২. "ন্যূনতম " বানানটা শুদ্ধ। 

৩৩. যা চিরস্থায়ী নয় এক কথায় কি হবে?

উত্তরঃ নশ্বর।

৩৪. ভাষা আন্দোলনভিত্তিক "কবর" নাটকের রচয়িতা কে?

উত্তরঃ মুনির চৌধুরী। 

৩৫. বাংলা বর্ণমালার মোট বর্ণ কয়টি?

উত্তরঃ ৫০ টি।

৩৬.চালাকের বিশেষ্য পদ কোনটি?

উত্তরঃ চালাকি।

৩৭. ঘিলু শব্দের অর্থ  কি কি? 

উত্তরঃ মস্তিষ্ক, বুদ্ধি, মগজ

৩৮. শোক এর বিপরীত শব্দ কি? 

উত্তরঃ হর্ষ

৩৯. খনার বচন কি সংক্রান্ত? 

উত্তরঃ কৃষি।

৪০. বিপদ এবং দুঃখ এক সাথে আসে এটি কোন ধরনের বাক্য?

উত্তরঃ যৌগিক বাক্য।

৪১. প্রমাদ শব্দের অর্থ কি? 

উত্তরঃ ভুলভ্রান্তি। 

৪২. হাঙর নদী গ্রেনেড কোন ধরনের লেখা?

উত্তরঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।


৪৩. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন অকৃতকার্য হলে পাশের হার কত?

উত্তরঃ ৩০% 

৪৪.x+y=12এবং x-y=2 হলে  xyz এর মান কত?

উত্তরঃ৩৫

৪৫. একটি চতুর্ভুজ এর চার কোণের সমষ্টি কত? 

উত্তরঃ ৩৬০°

৪৬. বৃত্তের কেন্দ্র থেকে পরিধি বরাবর যে কোন বিন্দুর সংযোগ রেখাকে কি বলে?

উত্তরঃ ব্যাসার্ধ


৪৮. কোণ একটি বর্গের একবাহুর দৈর্ঘ্য a হলে এর ক্ষেত্রফল কত? 

উত্তরঃ a2

৪৯.  ০.৪×০.০২×০.৮=কত?

উত্তরঃ ০.০০৬৪

৫০. √০.০০০৯

উত্তরঃ ০.০৩


Previous Post Next Post