জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগ প্রশ্ন 


পদের নামঃওয়াচার কনস্টেবল (ফিল্ড স্টাফ)
তারিখঃ ১৭.০৯.২১

National security intelligence (NSI) Jobs Question Solution 2021



বাংলা অংশ সমাধান 

১৷ ঢাকেশ্বরী  শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 
উত্তরঃ ঢাকা+ইশ্বরী 
২. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়?
উত্তরঃপূর্ব পদ।
৩. নিচের কোন বাগধারা দিয়ে  ভূমিকা বোঝায়?
উত্তরঃ গৌরচন্দ্রিকা। 



৬.Editorশব্দের অর্থ কী? 
উত্তরঃসম্পাদক। 
৭. Misfortune never comes alon এর অর্থ কি? 
উত্তরঃ বিপদ একা আসে না।
৮. কোনটি শুদ্ধ বানান? 
উত্তরঃ দ্বন্দ্ব। 

১১. তাকে আসতে বললাম, তবুও এলো না এখানে কিসের উদাহরণ? 
উত্তরঃ যোজক।
১২. বাংলাভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 
উত্তরঃ ৩৭ টি।
১৩. অটবী এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কুঞ্জ 



NSI jobs question 


ইংরেজি অংশ 

Abdullah has no appetite ------ food
Ans: for.

I condole ----- my friends ------ his sisters Death. 

Ans: with, on

He hinted me ------ matter. 
Ans: At




We-------- dinner when the phon rang
Ans: were having.





সাধারণ জ্ঞান 


আমার দেখা নয়া চীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম লেখা বই?
উত্তরঃ তৃতীয়। 

বিমান বাংলাদেশে যুক্ত হওয়া সর্বশেষ যুক্ত  দুটি বিমানের নাম কি?

উত্তরঃ শ্বেত বলাকা ও আকাশ তরী।

বাংলাদেশ অস্থায়ী সরকার শপথ নেয় কবে?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১

মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য খেতাবপ্রাপ্ত দুজন মুক্তিযোদ্বার নাম কি?
উত্তরঃ সিতারা বেগম ও তারামন বিবি।

বাংলাদেশ সংবিধান গৃহীত হয় কবে?
উত্তরঃ ৪ নভেম্বর ১৯৭২ সালে।

বাংলাদেশে বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
উত্তরঃ এ এম আমিন উদ্দিন। 

২৭ মার্চ ২০২১ সালে কোন দুটি দেশ ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব চূক্তি করে?

উত্তরঃ চীন ও ইরান 

সেভেন সিস্টার্স বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ উত্তর পূর্ব ভারতের ৭ টি রাজ্যকে।

কেভিড ১৯ এর অক্সফোর্ড এর অ্যাস্ট্রেজেনেকার টিকা সর্বপ্রথম নেয় কোন দেশ?
উত্তরঃ ইংল্যান্ড। 


কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম কোন  দেশ?
উত্তরঃ চীন

অনূর্ধ্ব ২০ এর ক্রিকেট বিশ্বকাপ এ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কোন  দেশ?
ভারত

আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে? 
আইসল্যান্ড।

বিশ্ব পরিবেশ দিবস কবে? 
৫ জুন।

ভারতের কোন রাজ্যের সাথে আমাদের দীর্ঘ সীমানা রয়েছে? 
পশ্চিমবঙ্গ

ইনসুলিন নিঃশেষিত হয় কোথা থেকে? 
অগ্ন্যাশয়

কী কোন দুটির কি'র সমন্বয়ে সেন্টার এলাইনমেন্ট করা হয়?

CTRL+E

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা কে?
-স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম

বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত?
উত্তরঃ ১৯১০ সালে রাজশাহীতে।


A Brief history of seven killings বইটির লেখক কে?
মারলন জেমস

নাগাসকি নগরীতে বিস্ফোরিত পারমানবিক বোমার নাম কী?
উত্তরঃFat Man

Long walk To Freedom গ্রন্থের লেখক কে? 
লেনসন ম্যান্ডেলা

কৃষক প্রজা পর্টি কবে প্রতিষ্ঠিত হয়?
১৯৩৬ সালে।

বোর্ডের উপর তেল রঙের 'চার দখল' ছবিটি কার আঁকা?
এসএম সুলতান 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 


 


Previous Post Next Post