Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১১/০৯/২০২১

NSI এর ডেসপাচ রাইডার এবং অফিস সহায়ক পদে নিয়োগ পরিক্ষার প্রশ্নের সমাধান -২০২১

 N.S.I JobsExam question Solution


পদের নামঃডেসপাচরাইডার ও অফিসসহায়ক.


বিদ্যালয়" শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? 
উত্তরঃ বিদ্যা+আলয়





৬. 'অন্ন' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
উত্তরঃ  দ্যুতি

৭. ' ইচ্ছা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? 
উত্তরঃ বিভু

৮. 'অম্ল' এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ম ধুর



১০. 'অথৈজল নিচের কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ ভিষণ বিপদ।

১১. ' চালাক-চতুর' কোন ধরনের সমাস?

উত্তরঃ কর্মধারয় সমাস 

১২. সুগন্ধি কি ধরনের সমাস? 
উত্তরঃ বহুব্রীহি 

১৩. 'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন ' এট কোন কারক?

উত্তরঃ কর্ম কারক।



 

১৭.  "হিমু"নাটক কার রচনা?
উত্তরঃ হুমায়ূন আহমেদ। 



১৯.দেশিশব্দ? 
উত্তরঃ কোল।

২০. হাসনাহেনা কোন দেশি শব্দ? 
উত্তরঃ জাপানি। 


English Part



22. আমার ক্ষুধা নাই
 Ans: I have no appetite. 

23. আমিই সেখানে যাব।
Ans: It is i who will go there.


24. আমি চা পান করি না।
I do not take tea

২৫.আল্লাহ তোমার মঙ্গল করুক।
May Allah bless You.
.


২৮.এখন পাঁচটা বাজে।
It's five O'clock now.

29. ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল।
The patient had died before the Doctor came. 



32. I have started-------office.
Ans: for

৪১. পিতা  ও পুত্রের বয়সের অনুপাত ৪:১।  পুত্রের বয়স ১০ হলে পিতার বয়স কত?

উত্তরঃ ৪০ বছর।

৪২. ২,৪,৮ এর লসাগু কত?
উত্তরঃ ৮ 

৪৩. ১৫ ও ২৫ এর লসাগু কত?
উত্তরঃ৫



 দুটি সংখ্যার গসাগু ও লসাগু গুনফল সংখ্যাটির 

গুন ফলের সমান।

৪৫.  যদি ১৫ টি পোষাকের মধ্যে ৪০ %  শার্ট হয় তবে কত পার্সেন্ট শার্ট নয়?

উত্তরঃনয়টি।

৪৬. ৩  দিনে একটা কাজের ১/৮ অংশ শেষ হয়। ঐ কাজটি দিগুন করতে কত সময় লাগে? 
উত্তরঃ৪৮দিন।

 ১ টন = কত কেজি?
১০০০ কেজি।


 ৩×০×০.৩= কত?
উত্তর : ০.০

৪৯.  a+1/a হলে a2+ 1/a2 = কত?
উত্তরঃ ৭


৫১. সমবাহু ত্রিভুজ কোনগুলো?
উত্তরঃ৬০ডিগ্রি। 

৫২. একটি বর্গক্ষেত্রের একটি বাহু x হলে এর ক্ষেত্রফল কত?
উত্তরঃx2



 সমবাহু ত্রিভুজ  এর বৃহত্তম কোণ কোনটা?
উত্তরঃনব্বইডিগ্রি। 




৫৫.আয়তক্ষেত্র এরক্ষেত্রফল?
উত্তরঃদৈর্ঘ্য ×প্রস্থ।


বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 




 

৫৮. সর্বশেষ টি-২০ কাপ খেলতে বাংলাদেশে কোন দল আসে?
উত্তরঃ নিউজিল্যান্ড।



৬০. কোভিড-১৯ রোগী সর্বপ্রথম কোথায় দেখা যায়?
উত্তরঃ উহান।



৬২."CIA"কি?
CentralIntelligence Agency.

৬৩. স্ফুলিং ছায়াছবির পরিচালক কে?
উত্তরঃ তৌকির আহমেদ। 

৬৪. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি?
ময়মনসিংহ 

৬৫. বাংলাদেশের ফুটবল ফেডারেশন এর বর্তমান সভাপতি কে?
(কাজীসালাউদ্দিন)

৬৬. আকবর নামাগ্রন্থটি কার লেখা?
উত্তরঃ আবুল ফজল।

৬৭. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
উত্তরঃ মহাস্থানগড়। 

৬৮.  ৬ দফা দাবী উত্থাপিত করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

৬৯. মুক্তিযুদ্ধ চলাকালে কয়টি সেক্টর এ ভাগ করা হয়?

উত্তরঃ ১১ টি সেক্টরে।
 

৭১. বাংলাদেশকে প্রথম কোনদেশ স্বীকৃতি দেয়? 
উত্তরঃভূটান।




৭৪. আধুনিক কম্পিউটার এর জনক কে?
উত্তরঃচার্লসব্যাবেজ