Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৯/০৯/২০২১

অর্থ মন্ত্রণালয়ের অধীন উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ প্রশ্ন সমাধান

 উপ-সহকারী  প্রকৌশলী নিয়োগ প্রশ্ন


বাংলায় অনুবাদ 
Dishonest men may seen to prosper and go undetected only for short time. Dishonesty is sure to do detected in long run and follow punishment and disgrace. Honesty is, therefore, the best policy.

 অসাধু লোক সফল মনে হতে পারে।এবং স্বল্প সময়ের জন্য অধরা থাকতে পারে।  অসৎ বিষয় পরিণামে চিহ্নিত হয়,নিশ্চিত শাস্তি ও অপমান ভোগ করে।অতএবং সততার সর্বোৎকৃষ্ট। 


সাধুও চলিত ভাষার মাঝে পাঁচটি পার্থক্য লিখুন।

সাধুভাষা: 

ক.  ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে লেখা হয়।যেমন:- তাহারা, যাহারা

খ.  তৎসম শব্দের প্রধান্য বেশি।

যেমন- চন্দ্র,মস্তক,হস্তী,হস্ত

গ.  শব্দগুলো গুরুগম্ভীর, অভিজাত ও বড়।

ঘ.  সন্ধি ও সমাসবদ্ধ শব্দের সংখ্যা বেশি পাওয়া যায়। যেমন, পথিমধ্যে, 

ঙ. সাধুভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে।

 চলিতরীতি 

ক.  ক্রিয়া  ও সর্বনাম পদ পূর্ণরূপে লেখা হয় না। যেমন- তারা, যারা। 

খ. দেশিবিদেশি ও তদ্ভব শব্দের ব্যবহার বেশি। যেমন,হাত,হাসপাতাল, হাতি

গ. চলিতশব্দগুলো মৌখিক,সহজ-সরল,সাবলীল।

ঘ.  সমাস বা সন্ধির পূর্ণ রুপ লেখা হয়।

যেমন-পথের মধ্যে।

বিপিএসসি উপসহকারী প্রকৌশলী নিয়োগ প্রশ্ন 


শুদ্ধ বানান লিখন

অশুদ্ধ  

আকাংখা, প্রাণীবিদ্যা, ভৌগলিক,উপযোগীতা,উশৃংখল 

শুদ্ধ 

আকাঙ্ক্ষা,প্রাণিবিদ্যা,ভৌগোলিক,উপযোগিতা,

উচ্ছৃঙ্খল। 


নিচের শব্দগুলোর দুটি করে সমার্থক শব্দ লিখুন।

নদী=প্রবাহিনী, সরিৎ

বায়ু= পবন, হাওয়া

পর্বত=গিরি,পাহাড়

হস্তি=গজ,ঐরাবত

রাজা= নৃপতি,নৃপেন্দ্র


নিচের সমোচ্চরিত শব্দের অর্থ লিখুন

বাঁশ-তৃণ জাতীয় উদ্ভিদ 

বাস= বাসস্থান

নারী= রমনী

নাড়ী= ধমনি

পুত= ছেলে

পূত= পবিত্র 

টিকা= চিকিৎসা বিশেষ

টীকা= ব্যাখ্যা

মুখ=বদন

মূক= পবিত্র 


যে কোন পাঁচটি উপসর্গযোগে শব্দ লিখুন


উপর যোগে= উপ-সহকারী 

ফুল যোগে= ফুল হাতা

আ যোগে= আমরণ

বি যোগে= বিফল

এ যোগে= শহরে


writting the meaning of the following words.


Shake of  = To get read off

Set out= Start Journey 

Interrupt= Hamper.


b. His health has broken --------

-Down

c.  They want to get rid-------- You

-Of

d. Do not get------ from a running train.

-Down.

Meaning the following words 

Controversy = বাদানুবাদ 

Blue blood= আভিজাত্য 

Expectation= আশা 

To meet both the ends= উভয় দিক সামলানো।

Vulnerable= সুরক্ষিত নয় এমন।


বাংলাদেশ  বিষয়াবলী সম্পর্কে  সংক্ষিপ্ত প্রশ্ন


বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস কত তারিখে।  মুক্তিযুদ্ধ চলাকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কারা ছিল?

২৬ মার্চ  স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধকালীন সময়ে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।


ফয়সল লেক কোথায়?

চট্টগ্রামের পাহাড়তলী রেল স্টেশনের অদূরে খুলশি নামক স্থানে। পর্যটন এলাকার জন্য বিখ্যাত এটি।


পাহাড়পুর সম্পর্কে লিখুন।


পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এর আদি নাম সোমপুর বিহার। এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 

সেন্টমার্টিন সম্পর্কে লিখুন

এটা কক্সবাজার জেলায় অবস্থিত। এর আয়তন ৮ বর্গকিলোমিটার। বঙ্গপোসাগরএর তীরে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। 


পার্বত্য শান্তিচূক্তি কবে হয়?

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চূক্তি সাক্ষরিত হয়।


বাংলাদেশ এর বৃহত্তম স্থলবন্দর এর নাম কি?  এটি কোথায় অবস্থিত? 

বাংলাদেশ এর বৃহত্তম স্থলবন্দর এর নাম বেনাপোল। এটি যশোর জেলায় অবস্থিত। 




সাধারণ জ্ঞান আন্তর্জাতিক 

পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে।এই খাল ব্যবহারকারী দুটি দেশের নাম কি?

পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই দুটি দেশ প্রধানত পানামা খাল ব্যবহার করে।


জাতিসংঘেরনিরাপত্তাপরিষদের সদস্য সংখ্য কত?

জাতিসংঘেরনিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা ১৫ টি।স্থায়ী সংখ্যা ৫ টি।চীন,যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,রাশিয়া,ফ্রান্স।


রাজধানীর নাম লিখুন

মালয়েশিয়া - কুয়ালালামপুর । মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়া।

সুদান-খার্তুম 

কম্বোডিয়া -নমপেন

কার নাম অনুসারে নোবেল প্রবর্তিত। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? 

ডিনামাইট এর আবিষ্কারক বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল এর নামানুসারে। তিনি সুইডেনের নাগরিক ছিলেন। 


বিজ্ঞান ও প্রযুক্তি 

১ মেট্রিক টন = কত কুইন্টাল? 

১০ কুইন্টাল। 

অপটিক্যালফাইবার কি  এর কাজ কি?

অপটিক্যালফাইবার সরু নমনীয় কাঁচ তন্ত। 

এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। আজকাল টেলিফোনে ব্যবহার হচ্ছে। 


X-Rey এর আবিষ্কারক কে? এটি কোথায় ব্যবহ্নত হয়?

এক্সরে ১৮৯৫ সালে জার্মান বিজ্ঞানী রন্টজেন আবিস্কার করেন। এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহ্নত হয়?

গ্রিন হাউজ গ্যাস কোনগুলো? 

কার্বনডাই-অক্সাইড, মিথেন,  ওজন  এগুলোকে গ্রিনহাউজ গ্যাস বলে।



কোন ভিটামিনের অভাবে রিকেট  স্কার্ভি রোগ হয়?

ভিটামিন ডি এর অভাবে রকেট ও ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ দেখা দেয়। 

মানব দেহে কয়টি হাড় থাকে? 

২০৬ টি থাকে

কাঁচ তৈরির প্রধান কাচামাল কি?

বালি।