যে শাসক আপন ভাই - বোন ও ছেলেকে বিয়ে করেছিল
প্রাচীন মিশরে রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে যৌন ও শারীরিক সম্পর্ক একটি অলিখিত কালচারে পরিণত হয়েছিল। বিশেষ করে এটা রয়েল ফ্যামিলিতে প্রচলিত ছিল বেশি।নিম্নে দুজন শাসকের কথা তুলে ধরা হলো যারা আপন ভাই-বোনকে বিয়ে করেছিল।
রাণী ক্লিওপেট্রা কি আপন ভাই ও ছেলেকে বিয়ে করেছিল?
আলোচিত ও একই সাথে সমালোচিত মিশরের ফারাও বংশের টলেমী সম্রাজ্যের সর্বশেষ শাসক (৫০-৩০ খ্রিস্টপূর্ব) মিশরের রাণী ক্লিওপেট্রা VII তার বাবার মৃত্যুর পর ক্ষমতার লোভে তার আপন ভাইকে বিয়ে করেন। তার ভাই টলেমী XIII এর বয়স ছিল তখন মাত্র ১০ বছর।আর ক্লিওপেট্রার বয়স তখন ১৮ বছর। টলেমীকে ক্লিওপেট্রা কৌশলে হত্যা করে। সম্পর্ক তৈরি হয় যুদ্ধবাজ শাসক জুলিয়াস সিজারের সাথে। ক্লিওপেট্রা বুদ্ধিমান ও সুন্দরী ছিল।তার রুপেয়া সকলে মুগ্ধ হতো। শোনা যায় তাদের একটি ছেলে সন্তান হয়েছিল কিন্তু সিজার তা অস্বীকার করে। টলেমীকে হত্যার পর ক্লিওপেট্রা তার আরেক ভাই টলেমী XIV কে বিয়ে করেন।তাকেও ক্লিওপেট্রা হত্যা করে। আপন ভাইদের বিয়ে ও তাদেরকে হত্যা সবকিছুই ক্লিওপেট্রা ক্ষমতার লোভে করেছিল। পরবর্তী সময়ে ক্লিওপেট্রা মার্ক এ্যান্টনীকে বিয়ে করে।তাদের তিন ছেলে-মেয়ে হয়েছিল বলে শোনা যায়। ক্লিওপেট্রার বিরুদ্ধে এমন অভিযোগও করা হয় যে সে তার ছেলেদের সাথেও শারীরিক সম্পর্ক রেখেছিল। ক্লিওপেট্রা আত্মহত্যা করে মৃত্যু বরন করেন। তার লাশ কোথায় তা কেউ জানে না। এখনো বিজ্ঞানীরা তার কবর খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে
তুতান খামেন কি বোনকে বিয়ে করেছিল?
আগেই বলেছি প্রচীন মিশরের রাজ পরিবারে ভাই-বোন, বাবা-মেয়ের মধ্যে বিয়ের প্রচলন ছিল।কারণ সেই সময় রাজাদেরকে ইশ্বর মানা হতো।তাই ইশ্বর যা চাইবে তাই হবে। আজ থেকে ৩৩০০ বছর আগে মিশরের রাজা তুতান খামেন তার সৎ বোনকে বিয়ে করেছিল। তুতান খামেনের বাবা-মা ছিল আপন ভাই-বোন। তুতান খামেনের মায়ের মৃত্যুর পর তার বাবা আরেকটি বিয়ে করে।তুতান খামেন মেরুদন্ডের হাড়ের জেনেটিক্স সমস্য, ম্যালেরিয়া ও অন্যান্য কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এত শত রোগের হয়ত একটি প্রধান কারণ তার বাবা-মা ছিল আপন ভাই-বোন।তুতান খামেন্দ খ্রীস্টপূর্ব ১৩৩৪ সালে জন্ম নেয়।২০০৭-২০০৯ সালে বিজ্ঞানীরা তুতান খামেন তার পরিবারের বিশ সদস্যের মমির ডিএনএ টেষ্ট করে এসকল তথ্য জানতে পারেন।
ইশ্বর ওসিরিস (osiris) কি আপন বোনকে বিয়ে করেছে।
ওসিরিস ছিল প্রচীন মিশরের (খ্রীস্টপূর্ব ২০০০) ক্ষমতাধর শাসক। তাকে সবাই ইশ্বর হিসাবে মান্য করতো। লোকে ইহকালের ইশ্বর, মৃত্যু, কৃষি, সম্পদ, জীবন ও চাঁদের ইশ্বর হিসাবে পূজা করতো। osiris তার আপন বোন অসিসকে বিয়ে করে।
No comments:
Post a Comment