মায়াসভ্যতা
আধুনিক গুয়াতেমালা রাষ্ট্রের এল পেটেন নামক স্থান ছিল মায়াসভ্যতার উৎসস্থল।আড়াই হাজার খ্রিষ্টপূর্বাব্দে কৃষিজীবী একদল মানুষ উর্বর ভূমির খোঁজে এখানে এসে বসতি গড়ে।আট'শ খ্রিস্টাব্দের দিকে তাদের পশ্চিম পাশে বসবাসরত ওলমেক মানবগোষ্ঠীর শিল্পচর্চা, লিখন,এবং সংখ্যা গণনা পদ্ধতি দ্বারা তারা বিশেষভাবে প্রভাবিত হয়।তাদের মত মায়ারাও ধাপ পিরামিড এবং পাথরের স্থাপত্য রীতি গড়ে তোলে।মায়া সভ্যতা গুয়াতেমালা, হন্ডুরাস, বেলিজ,ও দক্ষিণ-পূর্ব মেক্সিকো অঞ্চল ঘিরে গড়ে উঠেছিল।
No comments:
Post a Comment