BPSC non cadre mcq question solution
Bangladesh public service Commission non-cadre mcq jobs question solution 2022, bpsc non cadre jobs electrical engineer, MCQ question solution, bpsc sub asst engineer jobs exam question solution-2022
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপসহকারী প্রকৌশলী ( বিদ্যুৎ) নন ক্যাডার নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান নিচে দেয়া হলো।বিপিএসসি নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২
bpsc Engineers job Solution
The students as well as their teacher ------ visited this interesting place.
Ans: Have
বৈদ্যুতিক ফিউজের রেটিং হয়- অ্যাম্পিয়ার
গৃহস্থালিতে ব্যবহত সিংগেল ফেজ লাইনের বৈদ্যতিক বিভোব- ২২০ V
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান সিটি
ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সী কত?
উত্তর: ৫০ হার্টজ
To learn English, you should have keen---English.
Ans: To
মুজিব নগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর: অধ্যাপক ইউসুফ আলী
রক্ত করবী কোন শ্রেণীর রচনা?
উত্তর: নাটক
ঐকতান শব্দের অর্থ কি?
উত্তর: সম্মিলিত সুর
একটি Ideal Voltage Source কোনটি থাকে?
উত্তর: infinite source resistance
কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
উত্তর: জাপান ও ফিলিপাইন
উচ্চরোধ পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর: মেগার
২২০ ভোল্ট ও ১১০ ওয়াট বাতির রোধ কত?
উত্তর: ৪.৮৪ ওহম
উষ্ণ শব্দটি কোন কোন বর্ণের সমষ্টি?
উত্তর: উ+ষ্+ণ
Which one is Demonstrative Pronoun?
Ans:
"জীবন আমার বোন কার লেখা গ্রন্থ?
উত্তর: মাহমুদুল হক
বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিকে রুপান্তর করে কে?
উত্তর: মোটর
ব্যাটারির রেটিং বা ক্যাপাসিটি কি দিয়ে প্রকাশ করে?
উত্তর: অ্যাম্পিয়ার আওয়ার।
One of the students is studying to be a doctor,but ------- wants to be a musician.
উত্তর: Another
Conductivity এর একক কি?
উত্তর: siemens per meter s/m
why so many people die from this illness --- unknown
Ans: Is
কিউটো প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৯৭সালে।
"জীবন থেকে নেয়া এর পরিচালক কে?
উত্তর: জহির রায়হান
ইন্টারপোল এর সদর দফতর কোথায়?
উত্তর: লিও
কোনটি খাঁটি বাংলা শব্দ?
উত্তর: ঢেঁকি
অস্থায়ী সরকার শপথ নেয় কত তারিখে?
উত্তর: ১৭ এপ্রিল
বাংলা সাহিত্যে গদ্যরীতির জনক কে?
উত্তর: ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর
which one is correct spelling?
Ans: Homogenous
Rectangular তরঙ্গে peak Factor কত?
উত্তর: 1.0
The great advantage of early rising gives startit in our -----
Ans: Day works
মেঘে বৃষ্টি হয় কোন কারক?
উত্তর: অপাদান কারক
Transformer রেটিং কি দিয়ে প্রকাশ করে?
উত্তর: KVA কিলোভোল্ট অ্যাম্পিয়ার।
কোনটা Renewable Energy নয়?
উত্তর: কোল
সংবিধানের কোন অংশে রাষ্ট্রপরিচালনার মূলনীতি বর্ণিত আছে?
উত্তর:২য় অংশে
ঐ নতুনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড় চরণটি কোন কবিতার?
উত্তর: প্রলয়োল্লাস
The Verb of Acceleration is Accelerate
একটি ৫০ Hz Induction motor এর rpm ১০০০ হলে পোল সংখ্যা কত?
উত্তর: ৬ সংখ্যা
Which is abstract noun?
Ans: Freedom
এদেশের বুকে আঠারো আসুক নেমে, কবি এখানে কোন অর্থে তা বলেছেন?
উত্তর: কল্যাণের জন্য
Transmission line এর sag কিসের উপর নির্ভর করে?
উত্তর: conductor weight, span,tension
Zener diod কি হিসেবে ব্যবহার হয়?
উত্তর: ভোল্টেজ রেগুলেটর
কোনটি সঠিক বানান?
উত্তর: সুষ্ঠু
DC voltage বাড়াতে কোন ডিভাইস ব্যবহার করা হয়?
উত্তর: inverter
Base of Bjt is lightly dopped
Active power ও Apparent power এর অনুপাতকে কি বলে?
উত্তরঃ power factor
৭ মার্চ এর ভাষন সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত?
উত্তর: সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে।
ফ্রিকোয়েন্সি ২০০ হার্জ হলে টাইম Period কত?
উত্তর: ০.০০০৫ সেকেন্ড।
হুলিয়া কার কবিতা?
উত্তর: নির্মেলেন্দু গুন
জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
উত্তর: ৬ টি
চীনে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কবে?
উত্তর: ১৯৬০ সাল থেকে
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে?
উত্তর: স্পীকার
বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা কোনটি?
উত্তর: বাসস
magneto motive force এর একক কি?
উত্তর: অ্যাম্পিয়ার
কত সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে।
অচলা কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: গৃহদাহ
নরওয়ের আইনসভার নাম কি?
উত্তর: স্টরটিং
কারাগারে রোজনামচা কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ২০১৭ সালে
একেই কি বলে সভ্যতা কার লেখা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
কোন দেশটি ASEAN এর সদস্য নয়?
উত্তর: ভারত
অরুন রাঙা কোন সমাস?
উত্তর: উপমান কর্মধারয় সমাস
উত্তরঃ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের কোনটার সাথে বাংলাদেশের সীমানা নাই?
উত্তর: নাগাল্যান্ড
বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটা?
উত্তর: মানব পরিবেশ সম্মেলন
চাকর,চাকু,তোপ কোন ভাষার শব্দ?
উত্তর: তুর্কী শব্দ
No comments:
Post a Comment