Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

bpsc electrical engineer mcq question 2022

 BPSC non cadre mcq question solution 


Bangladesh public service Commission non-cadre mcq jobs question solution 2022, bpsc non cadre jobs electrical engineer, MCQ question solution, bpsc sub asst engineer jobs exam question solution-2022 


বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপসহকারী প্রকৌশলী ( বিদ্যুৎ) নন ক্যাডার নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান  নিচে দেয়া হলো।বিপিএসসি নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২


bpsc Engineers job Solution

The students as well as their teacher ------ visited this interesting place.

Ans: Have


বৈদ্যুতিক ফিউজের রেটিং হয়- অ্যাম্পিয়ার

গৃহস্থালিতে ব্যবহত সিংগেল ফেজ লাইনের বৈদ্যতিক বিভোব- ২২০ V


আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? 

উত্তর: ভ্যাটিকান সিটি 

ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সী কত?

উত্তর: ৫০ হার্টজ


To learn English, you should have keen---English. 

Ans: To

মুজিব নগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? 

উত্তর: অধ্যাপক ইউসুফ আলী 


রক্ত করবী কোন শ্রেণীর রচনা?

উত্তর: নাটক

ঐকতান শব্দের অর্থ কি? 

উত্তর: সম্মিলিত সুর

একটি Ideal Voltage Source কোনটি থাকে?

উত্তর: infinite source resistance 

কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? 

উত্তর: জাপান ও ফিলিপাইন 

উচ্চরোধ পরিমাপক যন্ত্রের নাম কি? 

উত্তর: মেগার

২২০ ভোল্ট ও ১১০ ওয়াট বাতির রোধ কত?

উত্তর: ৪.৮৪ ওহম

উষ্ণ শব্দটি কোন কোন বর্ণের সমষ্টি? 

উত্তর: উ+ষ্+ণ


Which one is Demonstrative Pronoun? 

Ans:

"জীবন আমার বোন কার লেখা গ্রন্থ? 

উত্তর: মাহমুদুল হক

বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিকে রুপান্তর করে কে?

উত্তর: মোটর

ব্যাটারির রেটিং বা ক্যাপাসিটি কি দিয়ে প্রকাশ করে? 

উত্তর: অ্যাম্পিয়ার আওয়ার। 


One of the students is studying to be a doctor,but ------- wants to be a musician. 

উত্তর: Another 

Conductivity এর একক কি?

উত্তর: siemens per meter s/m


why so many people die from this illness --- unknown 

Ans: Is


কিউটো প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৯৭সালে।


"জীবন থেকে নেয়া এর পরিচালক কে? 

উত্তর: জহির রায়হান 


ইন্টারপোল এর সদর দফতর কোথায়? 

উত্তর: লিও

কোনটি  খাঁটি বাংলা শব্দ? 

উত্তর: ঢেঁকি


অস্থায়ী সরকার শপথ নেয় কত তারিখে? 

উত্তর: ১৭ এপ্রিল 


বাংলা সাহিত্যে গদ্যরীতির জনক কে? 

উত্তর: ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর

which one is correct spelling? 

Ans:  Homogenous 


Rectangular তরঙ্গে peak Factor কত?

উত্তর: 1.0


The great advantage of early rising gives startit in our -----

Ans: Day works



মেঘে বৃষ্টি হয়  কোন কারক?

উত্তর: অপাদান কারক 

Transformer রেটিং কি দিয়ে প্রকাশ করে? 

উত্তর: KVA কিলোভোল্ট অ্যাম্পিয়ার।


কোনটা Renewable Energy নয়?

উত্তর: কোল 


সংবিধানের কোন অংশে রাষ্ট্রপরিচালনার মূলনীতি বর্ণিত আছে?

উত্তর:২য় অংশে

ঐ নতুনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড় চরণটি কোন কবিতার?

উত্তর: প্রলয়োল্লাস 

The Verb of Acceleration is Accelerate 


একটি ৫০ Hz Induction motor এর rpm ১০০০ হলে পোল সংখ্যা কত? 

উত্তর: ৬ সংখ্যা 


Which is abstract noun?

Ans: Freedom

এদেশের বুকে আঠারো আসুক নেমে, কবি এখানে কোন অর্থে তা বলেছেন? 

উত্তর: কল্যাণের জন্য


Transmission line এর sag কিসের  উপর নির্ভর করে? 

উত্তর: conductor weight, span,tension


Zener diod কি হিসেবে ব্যবহার হয়?

উত্তর: ভোল্টেজ রেগুলেটর


কোনটি সঠিক বানান? 

উত্তর:  সুষ্ঠু 


DC voltage বাড়াতে কোন ডিভাইস ব্যবহার করা হয়?

উত্তর: inverter 


Base of Bjt is lightly dopped 


Active power ও Apparent power এর অনুপাতকে কি বলে?

উত্তরঃ power factor

৭ মার্চ এর ভাষন সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত? 

উত্তর: সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে।

ফ্রিকোয়েন্সি ২০০ হার্জ হলে টাইম Period কত?

উত্তর: ০.০০০৫ সেকেন্ড। 


হুলিয়া কার কবিতা?

উত্তর: নির্মেলেন্দু গুন


জাতিসংঘের দাপ্তরিক ভাষা  কয়টি?

উত্তর: ৬ টি

চীনে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কবে? 

উত্তর: ১৯৬০ সাল থেকে 

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে?

উত্তর: স্পীকার

বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা কোনটি?

উত্তর: বাসস

magneto motive force এর একক কি?

উত্তর: অ্যাম্পিয়ার

কত সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর: ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে।


অচলা কোন উপন্যাসের চরিত্র? 

উত্তর: গৃহদাহ 

নরওয়ের আইনসভার নাম কি?

উত্তর: স্টরটিং

কারাগারে রোজনামচা কত সালে প্রকাশিত হয়? 

উত্তর: ২০১৭ সালে


একেই কি বলে সভ্যতা কার লেখা?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত 

কোন দেশটি ASEAN এর সদস্য নয়? 

উত্তর: ভারত

অরুন রাঙা কোন সমাস?

উত্তর: উপমান কর্মধারয় সমাস 

উত্তরঃ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের কোনটার সাথে বাংলাদেশের সীমানা নাই?

উত্তর: নাগাল্যান্ড


বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটা?

উত্তর:  মানব পরিবেশ সম্মেলন

চাকর,চাকু,তোপ কোন ভাষার শব্দ? 

উত্তর: তুর্কী শব্দ 



No comments: