বাংলাদেশের দ্বীপ ও ব-দ্বীপ জেলাগুলোর নাম


বিগত সালের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে আসা ব-দ্বীপ ও দ্বীপ সম্পর্কে আসা প্রশ্নগুলো তুলে ধরা হলো।

 

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? 

উত্তর:  মহেশখালী (কক্সবাজার)


বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

উত্তর: সেন্টমার্টিন 


বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটা? 

উত্তর: সুন্দরবন


বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী?

উত্তর: ভোলা


বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?

উত্তর: ছেঁড়া দ্বীপ

বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?

উত্তর: ভোলা



 চার তুফানিয়া দ্বীপ বাংলাদেশের কোথায় অবস্থিত? 

উত্তর- পটুয়াখালী 


সন্দ্বীপ কিসের জন্য বিখ্যাত ছিল?

উত্তর: প্রাচীন কালে সন্দ্বীপে জাহাজ তৈরি হতো তাই।


বাতিঘর দ্বীপ কোনটা বা কুতুবদিয়া দ্বীপের অপর নাম কি?

উত্তর: বাতিঘর-কুতুবদিয়া

মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? 

উত্তর: ভোলাতে


মনপুরা দ্বীপে কারা বসবাস করতো? 

উত্তর: পর্তুগিজরা


সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত? 

সোনাদিয়া দ্বীপ কক্সবাজারে অবস্থিত। এটির আয়তন ৯ বর্গকিলোমিটার। মৎস আহরণ ও অতিথি পাখির জন্য সোনাদিয়া দ্বীপ বিখ্যাত।


মহেশখালী দ্বীপে বিখ্যাত কোন স্থাপনাটি রয়েছে? 

উত্তর: অদিত্যনাথ মন্দির।


বাংলাদেশের একমাত্র সক্রিয় ব-দ্বীপ কোথায়?

উত্তর: নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত। 


ভোলা দ্বীপের পূর্ব নাম কী ছিল?

উত্তর: শাহবাজ পুর।


দারুচিনি দ্বীপ কোথায় অবস্থিত? 

উত্তর: সেন্টমার্টিন 

সেন্টমার্টিন দ্বীপ এর আয়তন কত?

উত্তর: সেন্টমার্টিন এর আয়তন ১২ বর্গকিলোমিটার। 


Previous Post Next Post