কৃষি কর্মকর্তা নিয়োগ পরিক্ষার প্রস্তুতি 


BADC jobs exam, DAE jobs exam, BRRI jobs exam  and Agriculture Ministry jobs exam question solution and asst agriculture jobs exam Preparetion here

সহ-কৃষি অফিসার,উপসহকারী কৃষি অফিসার, কৃষি কর্মকর্তা, এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়োগ পরিক্ষার প্রস্তুতি নিতে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নের উত্তর দেয়া হলো।

কৃষিতে চাকরির প্রস্তুতি 


খাদ্য শস্যে আর্দ্রতার পরিমান কত হলে ব্যাকটেরিয়া লাগতে পারে না? 
উত্তর: ০.৯ শতাংশের কম।


সূর্যমুখীর বীজ পুষ্ট হলে কোন রং ধারণ করে? 
উত্তর: কালো


ভিটামিন বি২ এর অপর নাম কি?
উত্তর: রিবোফ্লোবিন


লেবু গাছ কোন ধরনের মাটি পছন্দ করে? 
উত্তর: অম্লীয়

চিরসবুজ গাছে কোন সময় প্রুনিং  করতে হয়? 
উত্তর: ফল সংগ্রহের সময়।

ফুলচাষে বর্ষাকালে সেচ দেয়ার চেয়ে কিসের উপর নজর দিতে হয়?
উত্তরঃ নিকাশ


দেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম
উত্তর: গঙ্গা-কপোতক্ষ সেচ প্রকল্প। 

বাংলাদেশের মোট আয়াত কত শতাংশ বনভূমি? 
উত্তর:১৫.৭৮শতাংশ 


অস্থানিক মূল কাকে বলে?
উত্তর: উদ্ভিদের প্রাথমিক মূল মারা যাওয়ার পরে কান্ডের নিম্ন থেকে উৎপন্ন মূলকে বলে।


ব্রয়লার হাঁস কত সপ্তাহ লালন-পালন করে বাজার জাত করা উচিত? 
উত্তর:৩থেকে৪সপ্তাহ 


খাঁচায় মুরগি লালন-পালন করলে কোন ভিটামিনের অভাব দেখা দেয়?
উত্তর: ভিটামিন-বি

গাভীর ক্ষুরা রোগ কোন জীবানু দ্বারা হয়?
উত্তর: ব্যাকটেরিয়ার আক্রমণের কারনে। 

ধানের গোলমাছি দমনের উপায় কি?
উত্তর: গোল মাছির ডিমের গাদা বিনষ্ট করা।


কখন ধান কাটতে হয়?
উত্তর: ধানের শীষের ৮০% পরিপক্ব হলে।

পুষ্টবীজ চেনার উপায় কি? 
উত্তর: পানির মধ্যে রাখলে তলায় জমাকৃত বীজগুলো পুষ্টবীজ।


টমেটোর চারা রোপনের উপযুক্ত সময় কোনটা?
উত্তর: অক্টোবর-নভেম্বর

বীজ সংরক্ষণের উপায় কি?
উত্তর: শুকিয়ে, ঠান্ডায় সংরক্ষণ করা। 

বীজ গজানোর উপযুক্ত পরিবেশ কি?
উত্তর: পানি,আলো,তাপমাত্রা, অক্সিজেন 

কোন মাটিতে কমলা লেবু চাষ ভালো হয়?
উত্তর: মৃদু অম্লীয়


Roguing কাকে বলে? 
উত্তরঃ হাত দিয়ে আগাছা তোলাকে


 sex feromones   ফাঁদ ব্যবহার করে কোন জাতীয় পোকা মারা হয়?
উত্তর:  উইভিল,বোরার,সূতলী পোকা।


জমিতে পানির পরিমান কম হলে মাটির রং কেমন হয়?
উত্তর: বাদামী 


পরপর বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন করাকে কি বলে?
উত্তর: শস্যক্রম

একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক কত ক্যালোরি প্রয়োজন?
উত্তর: ৩০০০ ক্যালোরি


বিভিন্ন প্রকার চারা কলমের নাম 
ছেদ কলম,গুটি কলম,জোড় কলম,চোখ কলম


কোন মাটিতে পানির প্রবেশ্যতা বেশি?
উত্তর: দানাদার মাটি।


কোন পদ্ধতিতে ধানে পানি দেয়া উচিত? 
উত্তর: বর্ডার পদ্ধতিতে।


কর্ষনের ফলে মাটিতে কোনটা বৃদ্ধি পায়? 
উত্তর: তাপমাত্রা 


সাধারণ জৈব সার কোনটা?
উত্তর: কম্পোস্ট 


নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটা?
উত্তর: সরিষার খৈল

বাংলাদেশের ডেটাম  কোথায় অবস্থিত? 
উত্তর: কক্সবাজার 


কোন পাম্প সেচকাজে বেশি ব্যবহার হয়?
উত্তর:সেন্ট্রিফিউগালপাম্প। 







নবীনতর পূর্বতন