Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

৩০/১২/২০২১

সুন্দর বন- Sundarbans

 সুন্দর বন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলি


সুন্দরবন কে কে সুন্দর বন বলা হয়?

উত্তর: সুন্দরী বৃক্ষের প্রাচুর্যের কারনে।


পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটা? 

উত্তর: সুন্দর বন


বাংলাদেশের ভিতরে সুন্দর বনের আয়তন কত?

উত্তর: ৬০১৭ বর্গকিলোমিটার 

সুন্দর বনের অন্য নাম কী? 

উত্তর: বাদাবন।বাদাবন সুন্দর বনের আরেক নাম।


সুন্দর বনের অভয়ারণ্য বলা হয় কোন কোন এলাকাকে?

উত্তর: হিরন পয়েন্ট, কটকা,আলকি দ্বীপকে।

বাঘ গণনার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? 

উত্তর: পাগ মর্ক

সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষনা করা হয় কবে?

উত্তর: ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে।


সুন্দর বন বিশ্ব ঐতিহ্যের কত তম? 

উত্তর: ৭৯৮ তম তবে প্রচলিত তথ্যমতে ৫২২ তম।

সুন্দরবনের আয়তন কত?

উত্তর: ১০০০০ বর্গকিলোমিটার 

সুন্দরবন কোন ধরনের বন?

উত্তর: ম্যানগ্রোভ

বাংলাদেশের সুন্দরবন চিরহরিৎ বন। 

সুন্দরবনকে  ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষনা দেয় কোন সংস্থা? 

উত্তর: ইউনেস্কো 


সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 

উত্তর: ৬২ শতাংশ 

সুন্দরবন অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত।