বাঙালি ও যমুনার ভবিষ্যৎ
বিজ্ঞানীরা ধারণা করছে একটা সময় বাঙালী নদী ও যমুনা নদী মিশে যাবে এর ফলে এ এলাকার ১০০০০০ হেক্টর জমি হারিয়ে যাবে।
এবার চলুন জেনে নেয়া যাক, কিভাবে বাঙালী নদীর উৎপত্তি হলো? বা কিভাবে যমুনা নদীর সৃষ্টি হলো?
বাঙালি নদীর উৎপত্তি
বাঙালি নদীর এক প্রান্তে যমুনা ও অন্য প্রান্ত করতোয়া নদীর সাথে যুক্ত। ধারণা করা হয় ১৭৭৮ সালের পূর্বে এ নদীর কোন অস্তিত্ব ছিল না।১৭৭৮ সালের ভূমিকম্পের ফলে এ নদীর সৃষ্টি বলে ধারণা করা হয়। বাঙালি নদীর নামের ইতিহাস কি? নদীর নাম বাঙালি কেন? বাঙালি নদী কোথায় অবস্থিত?
বাঙালি নদী বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ এর একটি নদী। অষ্টাদশ শতকে বৃটিশ বিরোধী আন্দোলনের সময় ফকির - সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম স্থান ছিল এই বাঙালি নদী। তো বাংলার মানুষ অর্থে এর নাম বাঙালি নদী হয়ে থাকতে পারে।
যমুনা নদীর উৎপত্তি কোথায়?
যমুনা নদীর উৎপত্তি ব্রম্মপুত্র নদীর থেকে।কিভাবে যমনু তৈরি হলো এর একটি মজার ইতিহাস রয়েছে। ১৭৭৮ সালের ভয়ানক ভূমিকম্পের ফলে ব্রম্মপুত্র নদের পানি থেকে বন্যার সৃষ্টি হয়। তখন যমুনা নদী পূর্ব নাম ছিল জোনাই খাল। আর এই ব্রম্মপুত্র নদের পানি থেকে সৃষ্ট বন্যার ফলে যমুনা নদীর উৎপত্তি। পরে এটা গিয়ে গোয়ালন্দে পদ্মা নদীর সাথে মিশেছে।
বিগত সালের সরকারি চাকরির পরীক্ষায় যমুনা ও বাঙালি নদী সম্পর্কে
বাঙালীনদী কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা
বাঙালিনদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ১৮৩ কি. আমি
বাঙালীনদীর প্রধান উৎস কি?
তিস্তা ও যমুনা
যমুনা নদীর পূর্ব নাম কী?
উত্তর: জোনাই খাল।
যমুনা নদী মিলিত হয়েছে কোথায়
উত্তর: গোয়ালন্দে পদ্মার সাথে
যমুনা নদীর উৎপত্তি কোথায়?
উত্তর: ব্রম্মপুত্র নদ থেকে।
যমুনার দৈর্ঘ্য কত?
উত্তর: উৎপত্তিস্থল থেকে ২৪০ কিলোমিটার
যমুনার প্রস্থ কত?
উত্তর: ১২০০০ মিটার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন