Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৪/১২/২০২১

বংশ বা পদবী কিভাবে এলো?

 বংশের নামকরণ ও পদবীর ইতিহাস 


বংশের নাম বা পদবী এসেছে মূলত পেশা থেকে।এছাড়া কর্ম, শিক্ষা, জ্ঞান,অর্থ-বিত্তে  ও সামাজিক রাজনৈতিক অবস্থান থেকেও বংশের নাম ও পদবী সৃষ্টি হয়েছে। 
চলুন জেনে নেয়া  যাক কিভাবে বংশের সৃষ্টি হলো ও বিভিন্ন বংশের নামের অর্থ। 

প্রামাণিক শব্দের অর্থ কী 
উত্তর: সমাজপতি, বিশ্বাসযোগ্য ইত্যাদি। 

পোদ্দার শব্দের অর্থ কি 
পোদ্দার শব্দের অর্থ ধনরক্ষক।একসময় যারা মানুষকে টাকা ধার দিত তাদেরকে পোদ্দার বলা হতো।


পাঠক বংশের অর্থ কি? 

পাঠক সংস্কৃত শব্দ। পাঠক শব্দের অর্থ পাঠকারী। এক সময় যারা বেদ, পুরাণ বা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতো তাদেরকে পাঠক বলা হতো।

চক্রবর্তী শব্দের অর্থ কি?

একটা সময় রাজদরবারে ব্রাহ্মণরা বেদ শাস্ত্র ব্যাখ্যা করতেন।  সকলের উপস্থিতিতে একাজ করা হতো বলে তাদেরক চক্রবর্তী বলা হতো।

রাজবংশী কারা?

রাজবংশী সম্প্রদায় সম্পর্কে বহু কথা প্রচলিত আছে। তবে সবার গ্রহনযোগ্য মত হলো তারা এক সময় কোন রাজার বংশধর ছিলো। তাদের শারিরীক গঠন,কৃষ্টি-কালচার  মঙ্গোলীয়দের সাথে মেলে।

দত্ত শব্দের অর্থ ও পদবীর ইতিহাস 
দত্ত শব্দের অর্থ দান করা। 

সিনহা শব্দের অর্থ কি? 
সিনহা শব্দের অর্থ সিংহ এর প্রচলিত অর্থ সাহসী ব্যাক্তি।

সূত্রধর শব্দের অর্থ ও সূত্রধর পদবীর ইতিহাস 
সূত্রধর সম্প্রদায় সুথার নামেও পরিচিত।  ঐতিহ্যগত ভাবে সূতার কাজে নিযুক্ত বিধায় তাদেরকে সূত্রধর বলা হতো।

সাহা শব্দের অর্থ কী? 
সাহা শব্দের অর্থ বণিক,সাহুক


ঘরামী শব্দের অর্থ কি?
যারা ঘর তৈরি করে। 

কানুনগো শব্দের অর্থ কি? 
রাজস্ব বিভাগীয় কর্মচারী,ভূমি জরিপকারী


নাগ শব্দের অর্থ কি? 
নাগ শব্দের অর্থ পর্বত বা বৃক্ষ কোটরে বসবাসকারী।

 শোলা কার অর্থ কি? 
শোলা একধরনের জলজ উদ্ভিদ। এটা দিয়ে যারা বিভিন্ন অনুষ্ঠানে শিল্পকর্ম তৈরি করতো তাদেরকে শোলাকার বলা হতো।


মালাকার অর্থ কি 
মালা তৈরি যাদের পেশা তাদের মালাকার বলা হয়। 



গোঁসাই অর্থ কি? 
প্রভু,ঠাকুর ইত্যাদি। 


পটুয়া অর্থ কি? 

পটুয়া এসছে পট থেকে যার অর্থ ছবি। যারা ন্যাচারাল রং তুলি দিয়ে ছবি অঙ্কন করে তাদের পটুয়া বলে।

আরো পড়ুন বিভিন্ন গোত্র বা বংশের নামের অর্থের বিশাল ভান্ডার এই লিংকে