মজুমদার,তরফদার,সরকার ও মল্লিক বংশের নামকরণ কিভাবে হলো 

মজুমদার বংশের নামকরণ কিভাবে হলো? 

মজুমদার শব্দটি ফেলে শব্দ থেকে আগত। যারা রাষ্ট্রের বা জমিদারের দলিলপত্র সংরক্ষণ ও রক্ষা করতো তাদেরকে মজুমদার বলা হতো।


তরফদার কাদের বলা হতো?

তরফদার বংশ: যারা খাজনা আদায় করতো তাদেরকে  তরফদার বলা হতো।


সরকার বংশের নামকরণ 

সরকার শব্দের অর্থ প্রভু,মালিক,মনিব।মোগল আমলে স্থানীয় রাজদরবারের প্রধান রাজকর্মচারীদের সরকার বলা হতো।


মল্লিক বংশের নামকরণ বা মল্লিক কারা

মল্লিক শব্দের অর্থ মালিক। ভূস্বামী বা জমির মালিককে মল্লিক বলা হতো।তবে মোগল আমলে সুলেখক অর্থাৎ  যারা ভালো লিখতে পারতেন তাদেরকে মল্লিক বলা হতো। 



নবীনতর পূর্বতন