রায় বংশের নামকরণের ইতিহাস
রায় বংশ
রায় শব্দটি রাজা শব্দের তদ্ভবরুপ। রায় রাজবংশের পদবী হতে পারে। দক্ষিণ ইন্ডিয়ার বিজয়নগর অঞ্চলের শাসকদের নামের শেষে রায় পদবী পাওয়া যায়। তারা ১৪শ থেকে ১৬শ শতাব্দীতে বিজয়নগর শাসন করতো।রায় ইংরেজিতে কেউ Roy কেউ Ray আবার কেউ Rai লেখেন।
No comments:
Post a Comment