Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৬/১২/২০২১

ঢাকা গেট নির্মাণ করেন কে?

 ঢাকা গেট

ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। ঢাকা গেটের পূর্ব নাম ছিল মীর জুমলা গেট। ঢাকা গেট কোথায় অবস্থিত?  ঢাকা গেট তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারে অবস্থিত।ঢাকা গেট কবে তৈরি করা হয়? ঢাকা গেট ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে মীর জুমলা ঢাকার সীমানা নির্ধারণ করতে ও স্থলপথে শত্রুদের আক্রমন থেকে রক্ষা পেতে ঢাকা গেট নির্মাণ করা হয়।ঢাকা গেটকে ময়মনসিংহ গেট ও রমনার গেট নামেও ঢাকা হয়।


মীর জুমলা কে ছিলেন? 


মীর জুমলা একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।একজন সাধারণ কেরানী থেকে চেষ্টা, শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে মোগল সম্রাট আওরঙ্গজেব এর সেনাপতি ও সুবাদার হিসাবে নিযুক্ত হয়েছিলেন।মীর জুমলা ১৫৯১ সালে জন্মগ্রহণ করেন ও ১৬৬৩ সালের ৩০ মার্চ আসাম থেকে ফেরার পথে খিজিরপুরে নৌকায় মারা যান।ভারতে মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে তাকে কবর দেয়া হয়।

মগ্ন জলদস্যুর হাত থেকে ঢাকাকে রক্ষার জন্য বুড়িগঙ্গা নদী তীরে ২টি কামান স্থাপন করেন।

মীর জুমলা  ১৬৬০ সালে ঢাকার অদূরে নারায়ণগঞ্জ রোডের পাগলা এলাকায় পাগলা পুল বা পাগলা সেতু নির্মাণ করেন বলে জানা যায়।