দিয়াশলাই (match)
দিয়াশলাই এর কাঠিতে কোন উপাদান থাকে?
সালফার, এন্টিমনি সালফাইড,লেড অক্সাইড বা পটাশিয়াম ক্লোরেটর মিশ্রনযুক্ত দিয়াশলাই কাঠির মাথা দিয়াশলাই বাক্সের কাঁচচূর্ণ মিশ্রিত লাল ফসফরাসের সাথে ঘষলে প্রচন্ড তাপের সৃষ্টি হয় এবং তখন আগুন জ্বলে উঠে।
কে প্রথম দিয়াশলাই (match) আবিষ্কার করে?
১৬৮০ সালে রবার্ট বয়েল দিয়াশলাই আবিষ্কার করেন।তবে তা বানিজ্যিক চাষাবাদ শুরু হাওয়ার উপযুক্ত ছিল না। ১৮২৬ সালে ইংলিশ রসায়নবিদ প্রথম নিরাপদ ঘর্ষণ দিয়াশলাই (match) আবিষ্কার করেন।৭ এপ্রিল ১৮২৭ সাল থেকে বানিজ্যিকভাবে কাঠি ও বক্সযুক্ত সেফটি দিয়াশলাই বিকেল শুরু হয়।
No comments:
Post a Comment