মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে সিজিএস তে অডিটর পদে নিয়োগ প্রশ্নের সমাধান
কন্ট্রোলার জেনারেল একাউন্টস বা সিজিএ ডিপার্টমেন্টে অডিটর পদের চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান নিম্নে দেয়া হলো
অডিটর পদের প্রশ্ন সমাধান
শুদ্ধ বাক্য কোনটি?
উত্তর: অধ্যয়নই ছাত্রদের তপস্যা
অশ্রু শব্দের সমার্থক শব্দ কী?
উত্তর: নেত্রবারি
আরোহন শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর: অবরোহন
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তর: কাবিলের বোন
কোনটি তৎসম শব্দ?
উত্তরঃ পাত্র
এ যে আমার চেনা লোক এখানে চেনে শব্দটি কোন পদ?
উত্তর: বিশেষন
যদিও তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কোন ধরনের বাক্য?
উত্তর: যৌগিক বাক্য।
নিপাতন সিদ্ধ সন্ধি কোনটা?
উত্তর: কুলটা
রাজপুত্র কোন ধারণা সমাস?
উত্তর: ষষ্ঠী তৎপুরুষ সমাস
সামীপ্য কোন ধরনের সমাস?
উত্তর: অব্যয়ীভাব সমাস
তোমাকেই ঢাকা যেতে হবে কোন ধরনের বাচ্য
উত্তর: ভাব বাচ্য
উনপঞ্চাশ বায় বাগধারার অর্থ কী?
উত্তর: পাগলামী
নিজেকে নিয়ে যে ব্যস্ত তাকে কী বলে?
উত্তর: আত্মনিষ্ঠ
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে গেল পুড়ে বাক্যটি কার?
উত্তর: জ্ঞানদাসের
জঙ্গনামা কোন ধরনের সাহিত্য?
উত্তর: মর্সিয়া সাহিত্য
রামায়ণের রচয়িতার নাম কী?
উত্তর: বাল্মিকী
তিলোত্তমা কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: দুর্গেশনন্দিনী
চর্যাপদে কত জন কবির লেখা পাওয়া যায়?
উত্তর: ২৪ জন
বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবির নাম কী?
উত্তর: ভারত চন্দ্র
জাপান যাত্রী কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের
হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি?
উত্তর: স্টেপস
মুজিব বর্ষের গণনা শুরু কবে থেকে?
উত্তর: (১০.১.২০২০)তারিখ থেকে
বিশ্বের কয়টা দেশে বাংলাদেশের মিশন রয়েছে?
উত্তর: ৫৮ টি
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চূক্তির নাম কী?
উত্তর: কার্টাগোনা
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখায় কেন?
উত্তর: প্রতিসরণের কারনে
তেল নবায়নযোগ্য জ্বালনীর উৎস নয়।
নাইট্রিক এসিড সোনার খাদ দেখতে ব্যবহার হয়।
সরিষার তেলে কোন এসিড থাকে?
উত্তর: এ্যারোসিক এসিড
পিসি কালচার কী?
মৎস্য চাষ বিষয়ক বিদ্যা
সোয়াইন ফ্লু রোগের বাহক কোন প্রাণী?
উত্তর: শূকর
অবিভক্ত বাংলার প্রথম রাজা কে?
- শশাঙ্ক
বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয়?
- আলাউদ্দিন হোসেন শাহ
বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনায় ২১০০ তে পুরো দেশকে কয়টা হটস্পটে ভাগ করা হয়?
৬টি হটস্পটে
২০২১ থেকে ২০২২ সালে এশিয়া থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত দেশ কোনটা?
উত্তর: ভারত
কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির মধ্যে আছে?
উত্তর: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
কসমিক ইয়ার কাকে বলে?
উত্তর: ছায়াপথের নিজ অক্ষের আবর্তনকাল।
All spoke in his favours here all is
Ans: Pronoun
The police ------informed yesterday
Ans: were
The phrase " Achilles heels means
Ans: A weak point.
What is ordinance?
Ans: A law
Syntex means
Sentence building
Credit taka ৫০-------- my account.
-- To
(১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান?)
- দুই দশমিক দুই এক
√১+√১ এর বর্গ কত?
উত্তর: ৪
.০১×২/৫= কত?
উত্তর: ০.০০৪
এক নটিক্যাল মাইল সমান কত মিটার?
উত্তর: ১৮৫৩.18 মিটার
No comments:
Post a Comment