খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২

গত ১৪ জুন ২০২২ সালের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান নিয়োগ প্রশ্ন সমাধান নিচে দেয়া হলো।৪০ মার্কসের প্রশ্ন এসেছিলো। 

খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২



খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রশ্ন সমাধান 


১. জিবুতির পর আফ্রিকা মহাদেশের কোন দেশে চীন সেনা ঘাঁটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে? 

উত্তর: নিরক্ষীয় গিনি 


২. এখানে"পরীক্ষার্থীরা সফল হও" ?

উত্তর: ইচ্ছাসূচক বাক্য

.

৪. Synergy এর সমার্থক শব্দ কী?

- "Alliance" 

৫. Light:Blind::Speech:Dumb

৬. পতঞ্জলি  নিপাতনে সিদ্ধ সন্ধি। 

৭. বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল কী হবে?

উত্তর: ২:r



৯. মৈনাক কার ছদ্মনামে ? 

উত্তর: শামসুর রহমান 

১০. বিদেশি ধাতু কোনটা? 

উত্তর: ডর্

১১. পূর্ববাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের লেখক কে?

উত্তর: বদরুদ্দিন ওমর

১২.what is the  meaning ofTo fight shy"

 উত্তর: "To Avoid" 

১৩. ২৭ তম জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 

উত্তর: মিশর

১৪. জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কোন দেশের সদস্য সবচেয়ে বেশি? 

উত্তর: বাংলাদেশের

১৫. The play Hamlet is  

উত্তর: written by William Shakespeare 

১৬. Bizarre এর বিপরীত অর্থ কি? 

Ans: Normal

১৭. a:b=3:6 এবং b:c= 12:16 হলে a:c= কত 

উত্তর:6:16

১৮. সব ভাল যার শেষ ভালো তার এর ইংরেজি কী? 

উত্তর: All well that ends well. 

১৯. একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে ২ হয়।সংখ্যাটি কত?

উত্তর: ০.৪

২০. কর্মধারয় সমাস কোনটা?

উত্তর: মহারাজ 

২১. কোন দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? 

উত্তর: ভারত ও মিয়ানমার 

২২. a+b=√16 এবং a-b=√9 হলে 4ab এর  মান কত?

উত্তর: 7

২৩. ৯০ ডিগ্রী কোণের পূরক কোণের মান কত?

উত্তর: ০ ডিগ্রি 

২৪. নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে সেরা নির্বাচিত হয় কে?

উত্তর: এবাদত হোসেন 

২৫. কতজন লোককে ১২৫ টি কমলা এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করা যায়? 

উত্তর: ৫ জন

২৬. একটা সম কোণী ত্রিভুজ এর  ভূমি a, উচ্চতা b, এবং অতিভুজ c হলে নিচের কোনট সঠিক?

Ans: a2+b2=c2

২৭. ফ্লুরোনা কিসের নাম? 

ফ্লু ও করোনা ভাইরাসের লক্ষণের সম্মিলিত নাম


২৮. আলপিন শব্দটি কোন ভাষার শব্দ? 

উত্তর: পর্তুগীজ ভাষার

২৯. এসডিজি এর কত নং অভীষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? 

উত্তর: ২ নং

৩০. ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র কোথায় বৈঠক করেছিল? 

উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড

৩১. যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে যাতায়াত  শতকরা কত ভাগ কমালে ব্যায় বৃদ্ধি পাবে না?

৩৭ .৫ শতাংশ কমালে

৩২. বাংলাদেশের নাগরিকদের গড়ে আয়ু কত?

উত্তরঃ ৭২ . ৮ বছর

 ২১ -২২ অর্থ বছরে বাজেট কত?

উত্তর: ৬০৩, ৬৮১ কোটি টাকা

৩৪.   মুক্তিযুদ্ধের আদলে রচিত গল্পগ্রন্থ কোনটি?

উত্তর: নামহীন গোত্রহীন

৩৫. নিচের কোন ধ্বনির উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?

উত্তর: ঘোষ ধ্বনির


 ৬০ কোন সংখ্যার ৮০%

৭৫ এর।

৩৮. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ কোনটি?

উত্তর: রোজার ছুটি। 

৩৯. এক কুইন্টাল চালের দাম ২০০০ টাকা।কেজি প্রতি ৫ টাকা বাড়লে ১ কুইন্টাল চালের দাম কত?

উত্তর: ২৫০০ টাকা।

৪০।  Correct spelling: Sovereignty 



Previous Post Next Post