লোকসাহিত্য কী?
লোক বলতে গণ মানুষকে বোঝানো হয়।সাহিত্য হলো এমন একটি ইন্দ্রীয় বা মনোজাগতিক বিষয় যা লেখক,বক্তা, কবি বা দার্শনিকের বাস্তব অভিজ্ঞতা, চিন্তাভাবনা,বা বিশ্বাসের লিখিত বা অলিখিত বহিঃপ্রকাশ। এক কথায় ছন্দে, প্রবন্ধে বা গদ্যে গণমানুষ যা প্রকাশ করে তাই লোক সাহিত্য।
লোকসাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট অংশ লোক সাহিত্য। বৈচিত্র্যে-ব্যাপকতায় ও জীবনের সঙ্গে একাত্মতায় উজ্জ্বল নিদর্শন হিসাবে যুগ যুগ ধরে সমাদৃত। লোক সাহিত্য বলতে যুগ যুগ ধরে প্রচলিত লোক মুখের ছড়া-গান,কাহিনী -গল্প,প্রবাদ ইত্যাদি বোঝানো হয়।
সাধারণত কোন সম্প্রদায় বা জনগোষ্ঠীর অলিখিত সাহিত্যই লোকসাহিত্য।
জাতীয় সংস্কৃতির যে সকল সাহিত্য গুণসম্পন্ন সৃষ্টি প্রধানত মৌলিক ধারা অনুসরণ করে অগ্রসর হয় তাকে লোক সাহিত্য হিসাবে গণ্য করা হয়।
লোক সাহিত্য কোন ব্যাক্তি গোষ্ঠীর একক বা নিজস্ব সাহিত্য নয়।এটা সুদূর অতীত থেকে চলে আসা মানুষের ভাবের প্রকাশ।অগণিত মানুষের একত্রিত বিশিষ্ট রুপ।লোকগান, প্রবাদ,বচন,কল্পকাহিনী সৃষ্টি হয়েছে মূলত গ্রামীণ সাংস্কৃতি থেকে।
No comments:
Post a Comment