Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২০/০১/২০২২

engineers job Preparetion bd

 সিভিল প্রকৌশলী চাকরির পরীক্ষার প্রস্তুতি


 ১. কত সালে সুলতানী শাসনের অবসান ঘটে? 

উত্তর: ১৫২৬ সালে

২. The lady Prides  ---- her beauty.

উত্তর: herself Upon

৩. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উত্তর: বাঙালী জাতীয়তাবাদ 

৪। "সূর্য উঠলে আঁধার কেটে যায়"  উঠলে কোন ক্রিয়া?

উত্তর: অসমাপিকা ক্রিয়া

৫. "রাতুল" এর সমার্থক শব্দ? 

উত্তর: লাল

৬. স্কর্টল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? 

উত্তর: লন্ডন 

৭. অপারেশন সার্চলাইটের নীল নকশা কার তৈরি?

উত্তর: টিক্কা খানের

৮। আচরক খুশিক  ভাষাটি কোন নৃগোষ্ঠীর  নাম ""

উত্তর: গারো নৃগোষ্ঠীর

৯. ঢাকার ধোলাই খাল কো শাসক  খনন করে? 

উত্তর: ইসলাম খান খনন করেন। 

১০.I can not........... afford  such high prices.

Ans: To pay 

 

১২. "শিশুগণ দেয় মন,নিজ নিজ পাঠে" এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি? 

উত্তর: আধিকরণে সপ্তমী

১৩. সাপের বিষে কোন রাসায়নিক  থাকে?

উত্তর: জিংক সালফাইড 

১৪. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামীলীগ কয়টি আসন পায়?

উত্তর: ১৬৭ টি


১৬. আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? 

উত্তর: ৮ টি

১৭। "শশ ব্যস্ত"  সমাস?

উত্তর: কর্মধারয় সমাস 

১৮. সর্বজন এর বিশেষণ কী?

উত্তর: সার্বজনীন 

১৯. "ভাবিয়া করিও কাজ"  অনুবাদ?

উত্তর: Look before you leap.

২০. Ambiguous এর অর্থ কী? 

উত্তর: unclear.

২১. জাতীয় জনসংখ্যা দিবস কত তারিখে? 

উত্তর: ২ ফেব্রুয়ারী 


২৩।  মৌলিক স্বরধ্বনির  কয়টি? 

উত্তর: ৭ টি

২৪. পরাজয় শব্দে কোনটি উপসর্গ? 

উত্তর: পরা

২৫. উগ্র এর বিপরীত অর্থ কি 

উত্তর: সৌম্য 

২৬.চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কী অর্থে ব্যবহার হয়েছে? 

উত্তর: সম্ভাব্যতা

২৭. কত মেগাবাইটে এক গিগাবাইট হয়? 

উত্তর: ২^১০

২৮.মাৎস্যন্যায় কোন শাসন  আমলে দেখা দেয়? 

--- পাল-তাম্র শাসন আমলে।


৩০. বাক্যের এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?

উত্তর: আকাঙ্ক্ষা। 

৩১. বাংলাদেশের প্রবাল দ্বীপের নাম  কী? 

উত্তর: সেন্টমার্টিন 

৩২. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধি দেয়া হয়?

উত্তর: ২ জন

৩৩. কচুরিপানা পানিতে ভাসে কেন?

উত্তর: কান্ড ফাঁপা তাই

৩৪. Counsel means

উত্তর: Advice 

৩৫.  প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের ও তার নাম?

উত্তর: শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলঙ্কা)

৩৬.সংবিধান এর সন্ধি বিচ্ছেদ কী

উত্তর: সম্+বিধান

৩৭. নজরুল মঞ্চ দেশের  কোথায় অবস্থিত? 

উত্তর: বাংলা একাডেমি 

৩৮. বাধ্যমূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে থেকে? 

উত্তর: ১ জানুয়ারী ১৯৯৩ 

৩৯. রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে নাইট বা স্যার উপাধি দেয়া হয়? 

উত্তর: ১৯১৫ সালে।

৪০. বাংলাদেশ ভবন কোথায় অবস্থিত? 

উত্তর: শান্তিনিকেতন (ভারত)

৪১.গম্ভীরা গানের উৎপত্তি কোথা থেকে? 

উত্তর: পশ্চিমবঙ্গের মালদহ জেলায়

৪২. A flesh eating animal ----

উত্তর: Carnivorous

৪৩. To write under different name--

উত্তর: pseudonym 

৪৪. A grass eating animal ---

উত্তর: Herbivorous 

৪৫. practice of having one wife or husband 

উত্তর: monogamy 


৪৭. A hand writing that can not understand 

উত্তর: Illegible 

৪৮. "Violating the sanctity

of  church" is----

উত্তর: Sacrilege 

৪৯. The synonym of shun is

উত্তর: Avoid

৫০.the synonym  of adore is

উত্তর: worship

২৯। "তিল থেকে তেল হয়" কোন কারক এবং কোন বিভক্তি? 

সঠিক: অপাদান এ সপ্তমী