Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

engineers job Preparetion bd

 সিভিল প্রকৌশলী চাকরির পরীক্ষার প্রস্তুতি


প্রকৌশলী চাকরির পরীক্ষার প্রস্তুতি



 ১. কত সালে সুলতানী শাসনের অবসান ঘটে? 

উত্তর: ১৫২৬ সালে

২. The lady Prides  ---- her beauty.

উত্তর: herself Upon

৩. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উত্তর: বাঙালী জাতীয়তাবাদ 

৪। "সূর্য উঠলে আঁধার কেটে যায়"  উঠলে কোন ক্রিয়া?

উত্তর: অসমাপিকা ক্রিয়া

৫. "রাতুল" এর সমার্থক শব্দ? 

উত্তর: লাল

৬. স্কর্টল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? 

উত্তর: লন্ডন 

৭. অপারেশন সার্চলাইটের নীল নকশা কার তৈরি?

উত্তর: টিক্কা খানের

৮। আচরক খুশিক  ভাষাটি কোন নৃগোষ্ঠীর  নাম ""

উত্তর: গারো নৃগোষ্ঠীর

৯. ঢাকার ধোলাই খাল কো শাসক  খনন করে? 

উত্তর: ইসলাম খান খনন করেন। 

১০.I can not........... afford  such high prices.

Ans: To pay 

 

১২. "শিশুগণ দেয় মন,নিজ নিজ পাঠে" এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি? 

উত্তর: আধিকরণে সপ্তমী

১৩. সাপের বিষে কোন রাসায়নিক  থাকে?

উত্তর: জিংক সালফাইড 

১৪. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামীলীগ কয়টি আসন পায়?

উত্তর: ১৬৭ টি


১৬. আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? 

উত্তর: ৮ টি

১৭। "শশ ব্যস্ত"  সমাস?

উত্তর: কর্মধারয় সমাস 

১৮. সর্বজন এর বিশেষণ কী?

উত্তর: সার্বজনীন 

১৯. "ভাবিয়া করিও কাজ"  অনুবাদ?

উত্তর: Look before you leap.

২০. Ambiguous এর অর্থ কী? 

উত্তর: unclear.

২১. জাতীয় জনসংখ্যা দিবস কত তারিখে? 

উত্তর: ২ ফেব্রুয়ারী 


২৩।  মৌলিক স্বরধ্বনির  কয়টি? 

উত্তর: ৭ টি

২৪. পরাজয় শব্দে কোনটি উপসর্গ? 

উত্তর: পরা

২৫. উগ্র এর বিপরীত অর্থ কি 

উত্তর: সৌম্য 

২৬.চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কী অর্থে ব্যবহার হয়েছে? 

উত্তর: সম্ভাব্যতা

২৭. কত মেগাবাইটে এক গিগাবাইট হয়? 

উত্তর: ২^১০

২৮.মাৎস্যন্যায় কোন শাসন  আমলে দেখা দেয়? 

--- পাল-তাম্র শাসন আমলে।


৩০. বাক্যের এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?

উত্তর: আকাঙ্ক্ষা। 

৩১. বাংলাদেশের প্রবাল দ্বীপের নাম  কী? 

উত্তর: সেন্টমার্টিন 

৩২. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধি দেয়া হয়?

উত্তর: ২ জন

৩৩. কচুরিপানা পানিতে ভাসে কেন?

উত্তর: কান্ড ফাঁপা তাই

৩৪. Counsel means

উত্তর: Advice 

৩৫.  প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের ও তার নাম?

উত্তর: শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলঙ্কা)

৩৬.সংবিধান এর সন্ধি বিচ্ছেদ কী

উত্তর: সম্+বিধান

৩৭. নজরুল মঞ্চ দেশের  কোথায় অবস্থিত? 

উত্তর: বাংলা একাডেমি 

৩৮. বাধ্যমূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে থেকে? 

উত্তর: ১ জানুয়ারী ১৯৯৩ 

৩৯. রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে নাইট বা স্যার উপাধি দেয়া হয়? 

উত্তর: ১৯১৫ সালে।

৪০. বাংলাদেশ ভবন কোথায় অবস্থিত? 

উত্তর: শান্তিনিকেতন (ভারত)

৪১.গম্ভীরা গানের উৎপত্তি কোথা থেকে? 

উত্তর: পশ্চিমবঙ্গের মালদহ জেলায়

৪২. A flesh eating animal ----

উত্তর: Carnivorous

৪৩. To write under different name--

উত্তর: pseudonym 

৪৪. A grass eating animal ---

উত্তর: Herbivorous 

৪৫. practice of having one wife or husband 

উত্তর: monogamy 


৪৭. A hand writing that can not understand 

উত্তর: Illegible 

৪৮. "Violating the sanctity

of  church" is----

উত্তর: Sacrilege 

৪৯. The synonym of shun is

উত্তর: Avoid

৫০.the synonym  of adore is

উত্তর: worship

২৯। "তিল থেকে তেল হয়" কোন কারক এবং কোন বিভক্তি? 

সঠিক: অপাদান এ সপ্তমী 



No comments: