ঐতিহাসিক স্থান ও স্থাপত্যের নির্মাতা
কে কী তৈরি করেছিল?
লালবাগ এর কেল্লা কার তৈরি ?
- লালবাগ এর কেল্লার নির্মাতা শায়েস্তা খাঁ। মোঘল আমল অর্থাৎ ১৬৭৪-৭৮ সালে ঢাকার লালবাগে তৈরি করা হয়।
ছোট কাটরা কে নির্মান করেন?
উত্তর: শায়েস্তা খাঁ। ১৬৬৪ সালে ঢাকার চাক বাজারে এটা তৈরি করেন।
তারা মসজিদ কে তৈরি করে?
উত্তর: শায়েস্তা খাঁ। মুঘল আমলের এই মসজিদটি ঢাকার আরমানিটোলায় অবস্থিত।
বিনত বিবির মসজিদের নির্মাতা কে?
উত্তর: শায়েস্তা খাঁ। মুঘল আমলের এই মসজিদটি ঢাকার নীলক্ষেতে অবস্থিত।
সাত গম্বুজ মসজিদ কে তৈরি করে?
উত্তর: শায়েস্তা খাঁ। এটা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত।
বড় কাটরা কে নির্মাণ করেন?
উত্তর: শাহজাদা সুজা ১৬৬৪ সালে ঢাকার চক বাজারে এটা নির্মান করে।
তাজমহল কার তৈরি?
উত্তর: সম্রাট শাহজাহান দিল্লির আগ্রায় ১৬৩২ থেকে ১৬৫৩ সালে এটা নির্মান করে
ময়ূর সিংহাসন কার?
সম্রাট শাহজাহান দিল্লির আগ্রায় ময়ূর সিংহাসন তৈরি করে।
লাল কেল্লার নির্মাতা কে?
উত্তর: সম্রাট শাহজাহান
আফগান দূর্গ নির্মাণ করেন কে?
উত্তর:শেরশাহ মুঘল আমলে ঢাকার কেন্দ্রীয় কারাগারে।
ঢাকা তোরণ নির্মাণ করেন কে?
উত্তর: মীর জুমলা বনানী ঢাকা ক্যান্টনমেন্টে
স্বর্ন মন্দির কোথায়?
উত্তর: ভারতের অমৃতসর পাঞ্জাবে অবস্থিত। সম্রাট আকবর স্বর্ণ মন্দির নির্মান করেছিল।
ফতেহপুর লিক্রির নির্মাতা কে?
উত্তর: সম্রাট আকবর। দিল্লিতে অবস্থিত।
আদিনা মসজিদ কে তৈরি করে?
উত্তর: সুলতানী আমলে ভারতের পাদুয়াতে সিকান্দার শাহ আদিনা মসজিদ তৈরি করে।
কুতুব মিনার কার তৈরি?
উত্তর: সুলতানী আমলে ভারতের দিল্লিতে কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার তৈরি করে।
Leave a Comment