সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত কোনটি?
ক. আয়কর
খ. ভূমি কর থেকে
গ. আমদানি ও রপ্তানি শুল্ক
ঘ. মূল্য সংযোজন কর
উত্তর:-
ঘ.মূল্য সংযোজন কর।
বাংলাদেশ এ মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয় কবে? বাংলাদেশ এ ভ্যাট চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে এই খাত থেকে। বাংলাদেশ এর অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী ২০১৯-২০ অর্থ বছরে মূল্য সংযোজন কর থেকে প্রাপ্ত আয়ের পরিমান এনবিআর আদায়কৃত মোট রাজস্বের ৩৯.৫৫%
No comments:
Post a Comment