RADAR

RADAR এর পূর্ণ রুপ হলো Radio Detection and Ranging.  বেতার তরঙ্গ ও দূরত নির্ধারক যন্ত্র।  এটা একটি সংবেদী ডিভাইস। ব্রিটেনে এর নাম ছিল আরডিএফ। ১৯৪১ সাল থেকে রাডার নামকরণ করা হয় 

রাডার কী কাজে ব্যবহার করা হয়? 

ইহা এমন একটি বৈজ্ঞানিক সিস্টেম  যা তড়িৎচৌম্বক তরঙ্গ ব্যবহার করিয়া একটি নির্দিষ্ট সীমা-পরিসীমা  মধ্যে অবস্থানরত বিমান বা আকাশপ উড়ন্ত কিছু, অথবা জাহাজ, বা কাছাকাছি অবস্থিত কোন যানবাহন।  শত্রু বিমান, বা শত্রু জাহাজের অবস্থান ধরতে রাডার ব্যবহার হয়। 

রাডার কে কবে আবিষ্কার করে?
রাডার ১৮৮৬ সালে জার্মান পদার্থবিদ হেনরিক হার্টজ প্রমান করেন যে বেতার তরঙ্গ কঠিন বস্তু হতে প্রতিফলিত হতে পারে। হার্টজ এর  সূত্রকে কাজে লাগিয়ে রাডার তৈরি করা হয়।


নবীনতর পূর্বতন