Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৬/০১/২০২২

বাংলা ব্যাকরণ রচনা করেন কে?

প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতার নাম কী?

পর্তুগীজ ও বাংলায় প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগাল পাদ্রী মনোএলদ্য- অসুম্পাসাঁও।১৭৩৪ সালে তিনিই প্রথম ব্যাকরণ রচনা করেন।পর্তুগালের রাজধানী লিসবন থেকে ১৭৪৩ সালে প্রকাশিত হয়। তিনি  এর নাম রেখেছিলেন ভোকাবুলারিও  এম ইদিওমা-ই-পর্তুগীজ।

বাংলা ব্যাকরণ রচনার সূচনা হয়েছিল মূলত দুটো ভাষা থেকে  পর্তুগীজ ও  ইংরেজি ভাষায়। 

পর্তুগীজ ভাষায় ব্যাকরণ রচনা করেন পর্তুগীজ পাদ্রী মনোএলদ্য- অসুম্পাসাঁও।

ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?

১৭৭৮ সালে প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ব্রাসি হ্যালহেড। তিনি এর নাম দিয়েছিলেন  A Grammar of Bengali language. 

বাংলা ব্যাকরণ রচনা আরম্ভ করেছিলেন মূলত বিদেশিরাই। সাম্রাজ্যবাদনীতি,শাসনব্যবস্থা ও ধর্মপ্রচার এর মূল কারণ ছিল।