Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৩/০২/২০২২

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়্যারলেস অপারেটর নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২

 দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্ন 

গত ১১.০২.২০২২ সালের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়্যারলেস অপারেটর অর্থাৎ বেতার যন্ত্র চালক পদে নিয়োগ পরিক্ষার লিখিত প্রশ্ন সমাধান।
অপারেটর পদের প্রশ্ন সমাধান ২০২২,ওয়্যারলেস অপারাটের প্রশ্ন সমাধান ২০২২, বেতার যন্ত্র চালক প্রশ্ন সমাধান ২০২২
 wireless operator niog prosno 2022
Department of disaster management exam question 2022,DDM niog question 2022




wireless operator written exam question solution 2022


অর্থসহ বাক্য রচনা করুন 

ভেজা বিড়াল- (কপটচারী) সে আসলে একজন ভেজা বিড়াল।তা না হলে কেউ এভাবে বন্ধুর ক্ষতি করতে পারে।


ননীর পুতুল-(শ্রমবিমুখ) বসে থাকা চাকরিটাও করতে পারলে না।তোমার মত ননীর পুতুল দ্বিতীয় কেউ নাই। 

ভেক ধরা-(ছদ্মবেশ ধারণ করা) অপরাধীটা গ্রামে এতো দিন ভেক ধরে ছিল তাই কেউ চিনতে পারে নি।


অংকুশ তাড়না- (অন্তর্গত আঘাত) শরীরে আঘাত দেখা যায়, দেখানো যায় অংকুশ তাড়না কাউকে দেখানো যায় না।


 চক্ষু দান করা-(চুরি করা) চক্ষু দান করায় তার ছয় মাসের কারাদণ্ড হলো। 


ব্যাস বাক্যসহ সমাসের উদাহরণ 

অজ্ঞন - (ন জ্ঞান যার)  (নঞ বহুব্রীহি সমাস)

নীল পদ্ম-নীল যে পদ্ম ( কর্মধারয় সমাস)

টক-মিষ্টি= টিক ও মিষ্টি (দ্বন্দ্ব সমাস)

টক-মিষ্টি = যা টক তাই মিষ্টি (কর্মধারয় সমাস)

কবিগুরু-কবিদের গুরু ( ষষ্ঠী তৎপুরুষ সমাস) 

উপজেলা-জেলার সদৃশ (অব্যয়ীভাব সমাস)


এক কথায় প্রকাশ

ঐতিহাসিক কালের পূর্ববর্তী - প্রগৈতিহাসিক 

সবার অজ্ঞাতে লুকানো ধন-গুপ্ত ধন

মনুষ্য জাতির কল্যাণ -লোকহিত

তীর নিক্ষেপে ওস্তাদ - তীরন্দাজ 

কর দিতে হয় না যে জমির -নিষ্কর


কারক ও বিভক্তি নির্ণয়

গাড়ি স্টেশন ছাড়লো-অপাদানে শূন্য

হৃদয় আমার নাচেরে আজিকে-অধিকরণে দ্বিতীয়া

সে ব্যকরণে পন্ডিত -অধিকরণে ৭মী

মন দিয়ে কর সবে বিদ্যা অর্জন-করণ কারকে ৩য়া বিভক্তি।

জিজ্ঞাসিবে জনে জনে- কর্মকারকে ৭মী


Translate into English 


বাংলাদেশ এখন একটি স্বাধীন  দেশ।বিগত পঁচিশ বছরে তাকে প্রচুর দু:খ কষ্ট ভোগ করতে হয়েছে। এখন তার দুঃখের দিন শেষ হলো। এবং সে বিরাট অগ্রগতির এক  নতুন যুগে পদার্পণ করেছে। সোনার বাংলার আবার সুখ,সম্পদ ও প্রাচুর্যে ভরে  ওঠবে।

Bangladesh is NOW an independent country. She suffered a lot in the last 25 Years.Now the days of misery are over and She has entered a new era of progress, Golden bengal will be filled with happiness, weallth,affluence. 


Use right form of verb

a. Many a boy ----- present in class.

Ans: is

b. I----- reading the book before he comes.

Ans: will have finished. 

C.(child) like sweet. 

Ans: children. 

D.I (live) here sine 1980.

e.The boy fell down while he (run)

Ans: was running


Appropriate preposition 

A. I write ----- a pen.

Ans: with

B. The boy fell ----- the tree.

Ans: off

C. He died ---- over eating 

Ans: from

D. several rivers are tributary ----- the Ganges. 

Ans: of

E. I derived much pleasure -----his company 

Ans: from


সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 

"বসেইতো আছো লেখো তোমার জীবন কাহিনী " এ কথাটি বঙ্গবন্ধুকে কে বলেছিলেন? 

উত্তর: বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা  মুজিব।


১৯৪৮ সালের কত তারিখে বাংলা ভাষা দাবি দিবস হিসাবে পালিত হয়?

উত্তর: ১১ মার্চ। 

কারাগারের রোজনামচায় "আব্বার বাড়ি" বলতে কী বোঝাানো হয়েছে? 

উত্তর: কারাগার

বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে?

উত্তর: ড. শিরিন শারমিন চৌধুরী।

সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে কী বলে?

উত্তর: বেসরকারী বিল।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?

উত্তর:কৃত্রিম বুদ্ধিমত্তা।

গুগল ডট কম-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: ল্যারি পেইজ ও সের্গেই বিন।

পৃথিবীর ঘূর্ণনেও আমরা ছিটকে পড়ি না কেন?

উত্তর: মধ্যাকর্ষণ বলের কারণে।

কোন ডিভাইসের মাধ্যমে তড়িৎ শক্তি যন্ত্র শক্তিতে রুপান্তরিত হয়?

উত্তর: লাউড স্পিকার। 

ভূমিকম্প নির্ণয়ে -সিসমোগ্রাফ 

রাডারে যে তড়িৎচুম্বক ব্যবহার হয় তার নাম মাইক্রো ওয়েভ।


NWD এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Nation wide dialing. 

ক্লোরোফ্লোরো এর ক্ষতিকারক দিক কী?

উত্তর: ওজোনস্তর ক্ষয়। 


উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে?

উত্তর: সত্যজিত রায়।

হোয়াইট গোল্ড কোনটা?

উত্তর: চিংড়ি।