দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্ন
অর্থসহ বাক্য রচনা করুন
ভেজা বিড়াল- (কপটচারী) সে আসলে একজন ভেজা বিড়াল।তা না হলে কেউ এভাবে বন্ধুর ক্ষতি করতে পারে।
ননীর পুতুল-(শ্রমবিমুখ) বসে থাকা চাকরিটাও করতে পারলে না।তোমার মত ননীর পুতুল দ্বিতীয় কেউ নাই।
ভেক ধরা-(ছদ্মবেশ ধারণ করা) অপরাধীটা গ্রামে এতো দিন ভেক ধরে ছিল তাই কেউ চিনতে পারে নি।
অংকুশ তাড়না- (অন্তর্গত আঘাত) শরীরে আঘাত দেখা যায়, দেখানো যায় অংকুশ তাড়না কাউকে দেখানো যায় না।
চক্ষু দান করা-(চুরি করা) চক্ষু দান করায় তার ছয় মাসের কারাদণ্ড হলো।
ব্যাস বাক্যসহ সমাসের উদাহরণ
অজ্ঞন - (ন জ্ঞান যার) (নঞ বহুব্রীহি সমাস)
নীল পদ্ম-নীল যে পদ্ম ( কর্মধারয় সমাস)
টক-মিষ্টি= টিক ও মিষ্টি (দ্বন্দ্ব সমাস)
টক-মিষ্টি = যা টক তাই মিষ্টি (কর্মধারয় সমাস)
কবিগুরু-কবিদের গুরু ( ষষ্ঠী তৎপুরুষ সমাস)
উপজেলা-জেলার সদৃশ (অব্যয়ীভাব সমাস)
এক কথায় প্রকাশ
ঐতিহাসিক কালের পূর্ববর্তী - প্রগৈতিহাসিক
সবার অজ্ঞাতে লুকানো ধন-গুপ্ত ধন
মনুষ্য জাতির কল্যাণ -লোকহিত
তীর নিক্ষেপে ওস্তাদ - তীরন্দাজ
কর দিতে হয় না যে জমির -নিষ্কর
কারক ও বিভক্তি নির্ণয়
গাড়ি স্টেশন ছাড়লো-অপাদানে শূন্য
হৃদয় আমার নাচেরে আজিকে-অধিকরণে দ্বিতীয়া
সে ব্যকরণে পন্ডিত -অধিকরণে ৭মী
মন দিয়ে কর সবে বিদ্যা অর্জন-করণ কারকে ৩য়া বিভক্তি।
জিজ্ঞাসিবে জনে জনে- কর্মকারকে ৭মী
Translate into English
বাংলাদেশ এখন একটি স্বাধীন দেশ।বিগত পঁচিশ বছরে তাকে প্রচুর দু:খ কষ্ট ভোগ করতে হয়েছে। এখন তার দুঃখের দিন শেষ হলো। এবং সে বিরাট অগ্রগতির এক নতুন যুগে পদার্পণ করেছে। সোনার বাংলার আবার সুখ,সম্পদ ও প্রাচুর্যে ভরে ওঠবে।
Bangladesh is NOW an independent country. She suffered a lot in the last 25 Years.Now the days of misery are over and She has entered a new era of progress, Golden bengal will be filled with happiness, weallth,affluence.
Use right form of verb
a. Many a boy ----- present in class.
Ans: is
b. I----- reading the book before he comes.
Ans: will have finished.
C.(child) like sweet.
Ans: children.
D.I (live) here sine 1980.
e.The boy fell down while he (run)
Ans: was running
Appropriate preposition
A. I write ----- a pen.
Ans: with
B. The boy fell ----- the tree.
Ans: off
C. He died ---- over eating
Ans: from
D. several rivers are tributary ----- the Ganges.
Ans: of
E. I derived much pleasure -----his company
Ans: from
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
"বসেইতো আছো লেখো তোমার জীবন কাহিনী " এ কথাটি বঙ্গবন্ধুকে কে বলেছিলেন?
উত্তর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
১৯৪৮ সালের কত তারিখে বাংলা ভাষা দাবি দিবস হিসাবে পালিত হয়?
উত্তর: ১১ মার্চ।
কারাগারের রোজনামচায় "আব্বার বাড়ি" বলতে কী বোঝাানো হয়েছে?
উত্তর: কারাগার
বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে?
উত্তর: ড. শিরিন শারমিন চৌধুরী।
সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে কী বলে?
উত্তর: বেসরকারী বিল।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
উত্তর:কৃত্রিম বুদ্ধিমত্তা।
গুগল ডট কম-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ল্যারি পেইজ ও সের্গেই বিন।
পৃথিবীর ঘূর্ণনেও আমরা ছিটকে পড়ি না কেন?
উত্তর: মধ্যাকর্ষণ বলের কারণে।
কোন ডিভাইসের মাধ্যমে তড়িৎ শক্তি যন্ত্র শক্তিতে রুপান্তরিত হয়?
উত্তর: লাউড স্পিকার।
ভূমিকম্প নির্ণয়ে -সিসমোগ্রাফ
রাডারে যে তড়িৎচুম্বক ব্যবহার হয় তার নাম মাইক্রো ওয়েভ।
NWD এর পূর্ণ রুপ কী?
উত্তর: Nation wide dialing.
ক্লোরোফ্লোরো এর ক্ষতিকারক দিক কী?
উত্তর: ওজোনস্তর ক্ষয়।
উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে?
উত্তর: সত্যজিত রায়।
হোয়াইট গোল্ড কোনটা?
উত্তর: চিংড়ি।
No comments:
Post a Comment