পরিবেশ বিজ্ঞান বিষয়ে সাধারণ জ্ঞান 


পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কত শতাংশ বনভূমি থাকা উচিত 

উত্তর: ৩৩ শতাংশ 


CTBT এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Comprehensive Nuclear test ban treaty.


BOD এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Biological Oxygen Demand. 


COD এর পূর্ণ রুপ কী? 

Chemical Oxygen Demand. 


পৃথিবীর বায়ুমন্ডলে নাইট্রোজেন কত শতাংশ? 

উত্তর:৭৮ শতাংশ। 


Itai itai রোগের কারণ কী?

উত্তর: ক্যাডমিয়াম।


মানুষ কত হার্জের শব্দ শুনতে পায়?

উত্তর: ২০-২০০০০ hz


পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় কবে?

উত্তর: ১৯৮৬ সালে।


কোন ধরনের আকাশ যান শব্দ দূষণের জন্য দায়ী? 

উত্তর: সুপার সনিক।



প্রথম কত সালে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়? 

উত্তর: জুন ১৯৭২ সালে।


SPM এর পূর্ণ অর্থ কী? 

উত্তর: Suspended particulates matter.


বন ধ্বংসের কারণে সাধারণ ক্ষতি কোনটা?

উত্তর: বৃষ্টিপাত কমে যায়।


কত ডেসিবল এর শব্দ পরিবেশ দূষণের জন্য দায়ী? 

উত্তর: ৮০ এর উপরে।


ফাইটোপ্লাংকটন (phytoplankton) এর সদস্য কোনটা?

উত্তর: Acquatic Ecosystem (জলজ বাস্তুতন্ত্র)


পরিত্যক্ত সূচ ও সিরিঞ্জ কোন ধরনের আবর্জনা? 

উত্তর: বায়োমেডিক্যাল।


Silviculture সিলভি কালচার কী?

উত্তর: বন ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যা।


মিনামাটা Minamata রোগ প্রথম ধরা পড়ে কোথায়? 

উত্তরঃ জাপান


তাপমহল ক্ষতির মুখে পড়বে কোন রাসায়নিক এর কারণে?

উত্তর: Sulfur dioxide এর জন্য।


পরিবেশ বিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞান



পৃথিবীর প্রধান শক্তির উৎস কোনটা?

উত্তর: সূর্য


গ্রীন হাউজ ইফেক্ট এর জন্য দায়ী কোন গ্যাসগুলো?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড, মিথেন,ক্লোরোফ্লোরো কার্বন।


সারা পৃথিবী জুড়ে কোন কোন রাসায়নিক সার বেশি ব্যবহার হয়?

উত্তর: অ্যামোনিয়াম সালফেট ও ইউরিয়া।

ওজোনস্তর এর অবস্থান কোথায়?

উত্তর: স্ট্রাটোসফেয়ার।


৯৯ শতাংশ পরিস্কার বাতাসে কোন কোন গ্যাস থাকে?

উত্তর: নাইট্রোজেন ও অক্সিজেন। 





নবীনতর পূর্বতন