Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

পরিবেশ বিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞান

 পরিবেশ বিজ্ঞান বিষয়ে সাধারণ জ্ঞান 


পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কত শতাংশ বনভূমি থাকা উচিত 

উত্তর: ৩৩ শতাংশ 


CTBT এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Comprehensive Nuclear test ban treaty.


BOD এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Biological Oxygen Demand. 


COD এর পূর্ণ রুপ কী? 

Chemical Oxygen Demand. 


পৃথিবীর বায়ুমন্ডলে নাইট্রোজেন কত শতাংশ? 

উত্তর:৭৮ শতাংশ। 


Itai itai রোগের কারণ কী?

উত্তর: ক্যাডমিয়াম।


মানুষ কত হার্জের শব্দ শুনতে পায়?

উত্তর: ২০-২০০০০ hz


পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় কবে?

উত্তর: ১৯৮৬ সালে।


কোন ধরনের আকাশ যান শব্দ দূষণের জন্য দায়ী? 

উত্তর: সুপার সনিক।



প্রথম কত সালে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়? 

উত্তর: জুন ১৯৭২ সালে।


SPM এর পূর্ণ অর্থ কী? 

উত্তর: Suspended particulates matter.


বন ধ্বংসের কারণে সাধারণ ক্ষতি কোনটা?

উত্তর: বৃষ্টিপাত কমে যায়।


কত ডেসিবল এর শব্দ পরিবেশ দূষণের জন্য দায়ী? 

উত্তর: ৮০ এর উপরে।


ফাইটোপ্লাংকটন (phytoplankton) এর সদস্য কোনটা?

উত্তর: Acquatic Ecosystem (জলজ বাস্তুতন্ত্র)


পরিত্যক্ত সূচ ও সিরিঞ্জ কোন ধরনের আবর্জনা? 

উত্তর: বায়োমেডিক্যাল।


Silviculture সিলভি কালচার কী?

উত্তর: বন ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যা।


মিনামাটা Minamata রোগ প্রথম ধরা পড়ে কোথায়? 

উত্তরঃ জাপান


তাপমহল ক্ষতির মুখে পড়বে কোন রাসায়নিক এর কারণে?

উত্তর: Sulfur dioxide এর জন্য।


পরিবেশ বিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞান



পৃথিবীর প্রধান শক্তির উৎস কোনটা?

উত্তর: সূর্য


গ্রীন হাউজ ইফেক্ট এর জন্য দায়ী কোন গ্যাসগুলো?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড, মিথেন,ক্লোরোফ্লোরো কার্বন।


সারা পৃথিবী জুড়ে কোন কোন রাসায়নিক সার বেশি ব্যবহার হয়?

উত্তর: অ্যামোনিয়াম সালফেট ও ইউরিয়া।

ওজোনস্তর এর অবস্থান কোথায়?

উত্তর: স্ট্রাটোসফেয়ার।


৯৯ শতাংশ পরিস্কার বাতাসে কোন কোন গ্যাস থাকে?

উত্তর: নাইট্রোজেন ও অক্সিজেন। 





কোন মন্তব্য নেই: