মাটি ও উদ্ভিদ -Soil and agriculture 


মাটির বৈজ্ঞানিক গবেষণাকে কী বলে?

উত্তর:পেডোলজি (Pedology)


সুপার ফসফেট কী নাইট্রোজেনযুক্ত সার? 

উত্তর: না


মনোকালচার বলতে কী বোঝায়?

উত্তর: বানিজ্যিক শস্য চাষাবাদ। 


কোন ফসল চাষ করতে ভূমি জলাবদ্ধ রাখতে হয়?

উত্তর:ধান


গমের কাল মরিচা বা দাগ রোগের কারণ কী?

উত্তর: Pucccinia Graminis.


পটাসিয়াম ক্লোরাইডে কতটুকু পটাশ থাকে?

উত্তর: ০.৬


ফাইলোডি রোগের ভেক্টর কোনটা?

উত্তর: থ্রিপস


মাটি ও উদ্ভিদ সম্পর্কে নৈর্ব্যক্তিক প্রশ্ন



সবুজ আলুতে পুষ্টিমান কম হয়।


 কোনটা স্যাচুরেটেড ফ্যাটি এসিড? 

উত্তর: স্টিয়ারিক এসিড।


 অ্যানিমোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?

উত্তর: বাতাসের বেগ


মাটির উর্বরতা কমার কারণ কী?

উত্তর: অসম সার প্রয়োগ।


গ্রানাইট কোন ধরনের শিলা?

উত্তর: পাললিলক শিলা।


সালফার কোটেড ইউরিয়াতে নাইট্রোজেন থাকে?

উত্তর: ০.৩৩ 


গাছের দরকারী খনিজ উপাদান কয়টা? 

উত্তর: ১৬ টি।


ধান বীজের অঙ্কুরোদগমের জন্য কত তাপের প্রয়োজন? 

উত্তর:২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। 


গ্লাইকোলাইসিস কেন হয়?

উত্তর: অক্সিজেন এর অনুপস্থিতে।


কমপ্লেক্স সার কোনটা?

উত্তর:অ্যামোনিয়াম ফসফেট। 


অনুজীব আবিষ্কার করেন কে? 

উত্তর: লুই পাস্তুর


আলুর কন্দের ক্ষতির জন্য দায়ী কে? 

উত্তরঃ লার্ভা


ফেরোমন কী?

এক ধরনের রাসায়নিক যা পোকামাকড়ের বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। 





Previous Post Next Post