Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৪/০২/২০২২

ভুল করে ফ্লেক্সিলোড করে ফেললে কী করবেন?

 গ্রামীন সীম টু গ্রামীন সিম টাকা সেন্ড করার উপায়

ভুল করে সেন্ড  মানি অথবা ক্যাশ আউট করে ফেললে আমরা বিপদে পড়ে যায়।কারণ টাকা ব্যাক করার উপায় আমাদের জানা নেই।কিছু দিন পূর্বে আমিও একই ভুল করেছিলাম।ভুল করে রকেট থেকে সেন্ড মানি করতে গিয়ে গ্রামীণ সিমে ফ্লেক্সিলোড দিয়ে ফেলেছিলাম ১০০০ টাকা।পরে একটি পদ্ধতি অবলম্বন করে টাকা ফেরত এনেছি। আজকে আমার সেই অভিজ্ঞতা ও উপায় শেয়ার করব আপনাদের সাথে।তাহলে জেনে নেয়ে যাক, রকেট থেকে ভুল করে ফ্লেক্সিলড করে ফেললে যা করবেন। বা বিকাশ থেকে ভুল করে ফ্লেক্সিলোড  হয়ে গেলে কী করবেন।আমি আজকে শুধু গ্রামীনফোন এর ব্যপারে শেয়ার করব।

ভুল করে  ফ্লেক্সিলোড করে ফেললে কী করবেন?


ভুল করে টাকা ফ্ল্যাক্সি হলে যা করবেন। 

প্রথমে বলে রাখি রকেট, বিকাশ বা নেক্সাস পে যেখান থেকেই ভুল করে ফ্লেক্সিলড  দেন না কেন ঐ টাকা আর বিকাশ, রকেট বা ব্যাংক একাউন্টে ফেরত আনতে পারবেন না।তাই টাকা ফেরত আনার উপায় কী।টাকা পাওয়ার একমাত্র উপায় অন্য গ্রামীণ  সিমে ফ্ল্যাক্সি করে দেয়া। 

১.প্রথমে  *121*1500#ডায়াল করবেন।

২.কিছু অপশন সমেত একটি ইন্টারফেস বসবে।

৩.  প্রথম অপশনে থাকে Registration.  রেজিস্ট্রেশন করতে (1 ) ডায়াল করে সেন্ড করবেন। 

গ্রামীন ফোন অফস থেকে পিন অর্থাৎ পাসওয়ার্ড সহ একটি মেসেজ দিবে।

৪. আবার  *121*1500# ডায়াল করবেন।ব্যালেন্স ট্রান্সফার করতে (2) ডায়াল করবেন।পরবর্তীতে নির্দেশনা অনুসারে কাজ করবেন।

৫. চাইলে পিন পরিবর্তন করতে পারবেন। 


Grameen to Grameen  কত টাকা সেন্ড করা যায়?

একবারে ১০০ টাকার বেশি সেন্ড করতে পারবেন না।চাইলে একই নাম্বারে পাঁচ মিনিট পরপর একাধিকবার সেন্ড করতে পারবেন। গ্রামীন টু স্কিটো সিমে টাকা সেন্ড করতে পারবেন না।

ধন্যবাদ।