Bpsc taken Exam question solution 2022
Different ministry personal officer
non cadre mcq question solution
বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২
bpsc Exam question solution here
কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কোন বানানটা শুদ্ধ?
উত্তর: যুবতী
আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আনোয়ারা গ্রন্থের লেখক কে?
উত্তর: মোহাম্মদ নজিবুর রহমান
জীবন আমার বোন কোন ধরনের সাহিত্য কর্ম
উত্তর: উপন্যাস।
গীতাঞ্জলি কাব্য কে লেখেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
সাম্যবাদ কবিতার কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম
ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ধ্বনি
চর্যাপদ কোথা থেকে আবিষ্কার হয়?
উত্তর: নেপাল
মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়?
উত্তর: কিশোরগঞ্জ
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবি কে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ
দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার এখানে কান্তার অর্থ কী?
উত্তর: বন-জঙ্গল
সাপ শব্দের সমার্থক নয় কোনটা?
উত্তর: অপশন অনুসারে "করভ"
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উত্তর: দুর্গেশনন্দিনী
খ্যাতিমান সাহিত্যিক প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
উত্তর: বীরবল
আমার দেখা নয়া চীন গ্রন্থের লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বন্দি শিবির থেকে কার লেখা?
উত্তর: শামসুর রহমান
একটি সার্থক বাক্যের লক্ষণ কয়টি?
উত্তর: তিনটি
বাংলা ছন্দ কয়েক প্রকার?
উত্তর: তিন প্রকার
উপমহাদেশ বিভক্তির সময় ভারত বর্ষের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টেব্যাটেন
বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে ৫০ করা হয়?
উত্তরঃ পঞ্চদশ সংশোধনী থেকে
মৈমনসিংহ-গীতিকা কে সংগ্রহ করেন?
উত্তর: দীনেশচন্দ্র সেন
মেঘনাদবদ কোন আঙ্গিকের গ্রন্থ?.
উত্তর: মহাকাব্য
নিচের কোনটি সমাস জাত শব্দ?
উত্তর: কালসাপ
বেতালপঞ্চ বিংশতি কার লেখা?
উত্তর: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কোনটি দেশি শব্দ?
উত্তর: ঢেঁকি
ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধ আজ জাগে এই বিখ্যাত উক্তি কার লেখা?
উত্তর: জসিমউদদীন এর
চর্যাপদ আবিষ্কার করেন কে?
উত্তর: ড. হরপ্রসাদ শাস্ত্রী
সমকাল সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: সিকান্দার আবু জাফর ওবায়দুল্লাহ
মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত করেন কে?
উত্তর: জর্জ আব্রাহাম লিংকন
ইনসমনিয়া কি ধরনের অসুখ?
উত্তর: নিদ্রাহীনতা
বিশ্বের কোনদেশ তাদের জাতীয় সংগীত পরিবর্তন এনেছে?
উত্তর: অস্ট্রেলিয়া
ল্যানকাং দ্বীপ কোন সাগরে অবস্থিত?
উত্তর: জাভা সাগরে
প্রাচীন পুণ্ড্রবর্ধন কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়
১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী কবে উদ্বোধন করেন?
উত্তর: ২১ মার্চ ২০২২
বাঁকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা
বর্তমানে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: সৌদি আরব
ঢাকাকে প্রথম কবে রাজধানী করা হয়?
উত্তর: ১৫১০ সালে।
নরওয়ের আইনসভার নাম কী?
উত্তর: স্টরটিং
সিরডাপ এর সদর দফতর কোথায়?
উত্তর: ঢাকা
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী কালজয়ী গানটির রচয়িতা কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী।
গনঅভ্যুত্থান দিবস কবে?
উত্তরঃ ২৪ জানুয়ারী
পাটের জন্মরহস্য উদঘাটন করেন কে?
উত্তর: মাকসুদুল আলম
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর: কামরুল হাসান
বাংলাদেশের কৃষিক্ষেত্রে দোয়েল কিসের নাম?
উত্তর: উন্নত জাতের গম
বিখ্যাত ওয়ালস্ট্রিট কোথায়?
উত্তর: নিউইয়র্ক
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রেজেনকার তৈরি ভ্যাকসিনের নাম কী?
উত্তর: কোভিশিল্ড
জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ৭মার্চ এর ভাষন বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় কবে?
উত্তর: ৫ মার্চ ২০২১
The romantic age in English literature begans in
Ans: 1798
I sincerely apologize -----the enormous delay in delivery.
Ans: For
He is..... cleaver than his brother.
Ans: more
Phenomenon is a singular form.
Children has no respect for Their elders nowadays. Here elder is a
Ans: Noun.
Who wrote the beauty is truth, truth is beauty
Ans: John keats
On the sly means
Ans: Secretly
If i had a pen,I (will) write a letter.
Ans: would.
I can not help (do) ------it.
Ans: Doing
Correct Synonym of forecast.
Ans: Predict.
Many moons ago means...
Ans: A vary long time ago
The defeat in the final had an adverse -----on them.
Ans: Effect
Which word is correct antonym courageous
Ans: cowardly
Green is a verb.
One should keep one's promise (passive)
Ans: Promise should be kept.
Correct sentence : I can not bear separation from you.
That's really stunning (sentence)
Ans: Assertive
An article is used before
Ans: Noun
Man is mortal (Negative)
Ans: No Man is immortal.
He was ----Uniquely gifted teacher.
Ans: A
The book is too costly-----
Ans: To buy.
No comments:
Post a Comment