Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৬/০৩/২০২২

সিজিএ এর কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২

 সিজিএ কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২২

বিগত সালের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের কম্পিউটার টাইপার নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২,

সিজিএ বিগত সালের প্রশ্ন সমাধান, সরকারি চাকরির পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান ২০২২,হিসাব নিয়ন্ত্রক নিয়োগ প্রশ্ন সমাধান। 

cga niog prosno somadha,Cga computer typer question solution 2022,bd gov jobs computer question solution. 


Cga previous question solution 


"সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে" এখানে কোনটা প্রকাশ পায়? 

উত্তর:মমত্ববোধ 


------আধুনিক জীবন-যাপন অসম্ভব। 

উত্তর: অপশন অনুসারে, "বিদ্যুৎ"

" সে যে কোথায় তা আমার জানা নেই" এটা কোন ধরনের বাক্য?

উত্তর: জটিল বাক্য।


কুসংস্কারঃশিক্ষা হলে ব্যাধিঃচিকিৎসা


শীকর অর্থ কী?

উত্তর: জলকণা।

শুদ্ধ বানান: ত্রিভুজ 

অশুদ্ধ বানান: প্রানী


চাঁদের হাট এর অর্থ কী? 

উত্তর: প্রিয়জনদের সমাগম। 


কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যের সংক্ষিপ্ত রুপ কোনটা?

উত্তর: অক্লান্তকর্মী।

নিরানব্বয়ের ধাক্কা অর্থ কী? 

উত্তর: সঞ্চয়ের প্রবৃত্তি। 


রাবণের চিতা এর অর্থ কী? 

উত্তর: চির অশান্তি। 

মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটা?

উত্তর: সিংহ চিহ্নিত আসন।


চাঁদ মুখ এর ব্যাসবাক্য কী?

উত্তর: চাঁদের মতো মুখ।


বুদ্ধি খাটিয়ে কাজ করো কোন কারকে কোন বিভক্তি? 

উত্তর: করণে শূন্য।


মুক্তি যুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? 

উত্তর: জীবন ও রাজনৈতিক বাস্তবতা। 

জলোচ্ছ্বাস উপন্যাসের লেখক কে?

উত্তর: সেলিনা হোসেন। 

বাবা কোন ভাষা থেকে আগত?

উত্তর: তুর্কি।

একুশে ফেব্রুয়ারি গানটি সুরকার কে?

উত্তর: আলতাফ মাহমুদ। 

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক এর নাম কী?

উত্তর: মীর মোশাররফ হোসেন। 


চর্যাপদের আবিষ্কার সাল-১৯০৭ 


what type of noun "freedom"

Ans: abstract noun. 


The Sundarbans is----- the South of Bangladesh 

Ans: To


The fire  -------to spread at 9.30 pm

Ans:started

I wish you ------- solve the problem. 

Ans: could 


What is the meaning of "a white life"

Ans: harmless lie.


Scribble:write হলে stammer: কী হবে?

উত্তর: Speak


Example of superlative degree.

Ans: he was one of the greatest leader of our country. 


Honorary means 

Ans: No regular Salary 


Someone has stolen his pen (make passive) 

Ans: his pen has been stolen.


Camouflage means

Ans: Disguise 



The title of graveyard poet is for

Ans: Thomas gray.


Pygmalion is a

Ans: Romantic co

Which two cities are referred in " a tale of two cities "

Ans: London and Paris 


What is meaning of "At home"

Ans: Expert 


All love flower. Interrogative is

Ans: who does not love flower.


Curator means 

Ans: a person who is in Incharge of a Museum. 


Active form of " I was made to laugh by him"

Ans: He made me laugh.


Rafiq called me a liar-the direct speech is

Ans: Rafiq said to me,"you are a liar".


সাধারণ জ্ঞান 

দি গ্রেট ডিপ্রেশন বলতে কি বোঝায়? 

উত্তর: দুই মহাযুদ্ধ। 

 সামরিক ভাষায় WMD এর পূর্ণ রুপ কী? 

উত্তর: weapon of mass destruction. 


সিটি বিটি এর উদ্দেশ্য কী?

উত্তর: পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ। 

পিপীলিকা কী?

একটি সার্চ ইঞ্জিন। 


IUCN এর কাজ কী?

উত্তর: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। 

পানামার খাল কোন মহাসাগরকে সংযুক্ত করেছে?

উত্তর: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে।


কার্টাগোনা কী?

জৈব নিরাপত্তা বিষয়ক চূক্তি। 


মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য কোনটা ব্যবহার হয়? 

উত্তর: OCR

প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

উত্তর: Clipboardএ


বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?

উত্তর: সুপ্রিম কোর্ট। 

দেশের একমাত্র কৃষি ইপিজেড এর নাম কী?

উত্তর: উত্তরা ইপিজেড। 


জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক

সকল জাতীয় দিবস উদযাপন, সভা সেমিনারের শেষে,সরকারি অনুষ্ঠানের বক্তব্যের শেষে,শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর।

Brics এর সদস্য নয় কোন দেশ।

অপশন অনুসারে দক্ষিণ কোরিয়া। 


হোয়াইট হল কী?

উত্তরঃ লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। 


দিয়াগো গার্সিয়া কী?

উত্তর: ভারত মহাসাগরের একটি দ্বীপ।

শরৎচন্দ্রের ছদ্মনাম কী? 

উত্তর: অনিলা দেবী।


 কোন দেশের মুদ্রা? 

উত্তর: ভুটান  এর।