প্রথম মহিলা কবি ও মহিলা ঔপন্যাসিক
বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
উত্তর: প্রথম মহিলা কবির নাম চন্দ্রাবতী।
বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক এর নাম কী?
বাংলা সাহিত্যে প্রথম নারী ঔপন্যাসিক হলো স্বর্ণকুমারী দেবী। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিলেন। স্বর্ন কুমারী দেবীর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো দীপনির্বাণ, মিলনরাত্রি,মালতী, স্বপ্নবাণী,বিদ্রোহ, ছিন্ন মুকুল,মেবার রাজা।
No comments:
Post a Comment