Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ২০২২

 ধর্ম মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ২০২২


সন্ধি বিচ্ছেদ 

উল্লাস= উৎ+লাস

রাজর্ষি= রাজা+ঋষি 

কারক ও বিভক্তি 

জিজ্ঞাসিব জনে জনে- কর্মে সপ্তমী

তার ধর্মে মতি আছে- অধিকরণে  সপ্তমী


বিপরীত শব্দ 

আবির্ভাব - তিরোভাব 

ইন্দ্রিয়- অতীন্দ্রিয় 


শুদ্ধ বানান 

পূজনীয়, পাষাণ 


এক কথায় প্রকাশ 

সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদগমন

যা দীপ্তি পাচ্ছে -  দেদীপ্যমান 


ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়

রাজর্ষী = যিনি রাজা তিনি ঋষি -কর্মধারয় সমাস

অহি-নকুল= অহি ও নকুল -দ্বন্দ্ব সমাস


অনুবাদ করুন 

আজ আমাদের ঢাকা যেতে হবে 

উত্তর: We have to go To Dhaka today. 


তারা এখানে আসে না কেন?

উত্তর: Why do not they  come here.


এই গ্রামে একটি স্কুল হবে

উত্তর: There will be built a school in this village 


তোমার কাজটি করা উচিত ছিল।

উত্তর: You should have been done the work. 

সে কি অফিসে যায় না?

উত্তর:  Does not he go To office? 


চিত্রসহ সঙগা

লম্ব,রম্বস,বিষমবাহু, ত্রিভুজ, জ্যা


সাধারণ জ্ঞান 

বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? 

উত্তর: ১৫৩

বাংলাদেশে প্রথম কবে আদমশুমারী অনুষ্ঠিত হয়? 

উত্তর: ১৯৭৪ সালে

জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর করা হয় কবে?

উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। 

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কততম অধিবেশনে  বাংলায় ভাষণ দেন?

উত্তর: ২৯তম

বাংলাদেশকে সর্বোচ্চ ঋণ প্রদানকারী দেশ কোনটা?

উত্তর: জাপান 

কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

উত্তর: ইরাক

প্রথম কখন ল্যাপটপ কম্পিউটার তৈরি করা হয় এবং কবে?

উত্তর: ১৯৮১ সালে,এপসন

OMR ও WTO এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Optical mark reader, World trade organisation. 

ভারতের রাষ্ট্রপতির নাম কী?

উত্তর: রাম নাথ কোবিন্দ

প্রথম কোন বাংলাদেশী ক্রিকেটার টেষ্টে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে?

উত্তর: মুশফিকুর রহিম 


নভেম্বর ২০২২ অফিস সহকারী পরীক্ষার সাধারণ জ্ঞান 

বাংলাদেশের অর্থনীতির প্রধানখাত কী?

উত্তর: তৈরি পোশাক 

বাংলাদেশে প্রথম কবে আদমশুমারী হয়?

উত্তর: ১৯৭৪ সালে।

ভিয়েতনামের মুদ্রার নাম কী?

উত্তর:  ভিয়েতনাম ডং

বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র কোনটা?

উত্তর: সিঙ্গাপুর 

MRA এর পূর্ণরুপ কী?

উত্তর: Micro-credit Regulatory Authority 

বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? 

উত্তর:  কুতুবদিয়া 

বর্তমান বিশ্বের কোন সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়?

উত্তর: জাপানের সংবিধান 

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গড় আয়ুতে শীর্ষ কোন দেশ?

উত্তর:  মালদ্বীপ

তিনবিঘা করিডর কোন নদীর তীরে?

উত্তর: জম্মু তাওয়াই

কোন দেশে ভোট দেয়া বাধ্যতামূলক?

উত্তর: আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া 


No comments: