ধর্ম মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ২০২২
সন্ধি বিচ্ছেদ
উল্লাস= উৎ+লাস
রাজর্ষি= রাজা+ঋষি
কারক ও বিভক্তি
জিজ্ঞাসিব জনে জনে- কর্মে সপ্তমী
তার ধর্মে মতি আছে- অধিকরণে সপ্তমী
বিপরীত শব্দ
আবির্ভাব - তিরোভাব
ইন্দ্রিয়- অতীন্দ্রিয়
শুদ্ধ বানান
পূজনীয়, পাষাণ
এক কথায় প্রকাশ
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদগমন
যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়
রাজর্ষী = যিনি রাজা তিনি ঋষি -কর্মধারয় সমাস
অহি-নকুল= অহি ও নকুল -দ্বন্দ্ব সমাস
অনুবাদ করুন
আজ আমাদের ঢাকা যেতে হবে
উত্তর: We have to go To Dhaka today.
তারা এখানে আসে না কেন?
উত্তর: Why do not they come here.
এই গ্রামে একটি স্কুল হবে
উত্তর: There will be built a school in this village
তোমার কাজটি করা উচিত ছিল।
উত্তর: You should have been done the work.
সে কি অফিসে যায় না?
উত্তর: Does not he go To office?
চিত্রসহ সঙগা
লম্ব,রম্বস,বিষমবাহু, ত্রিভুজ, জ্যা
সাধারণ জ্ঞান
বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
উত্তর: ১৫৩
বাংলাদেশে প্রথম কবে আদমশুমারী অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৪ সালে
জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর করা হয় কবে?
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দেন?
উত্তর: ২৯তম
বাংলাদেশকে সর্বোচ্চ ঋণ প্রদানকারী দেশ কোনটা?
উত্তর: জাপান
কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
উত্তর: ইরাক
প্রথম কখন ল্যাপটপ কম্পিউটার তৈরি করা হয় এবং কবে?
উত্তর: ১৯৮১ সালে,এপসন
OMR ও WTO এর পূর্ণ রুপ কী?
উত্তর: Optical mark reader, World trade organisation.
ভারতের রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: রাম নাথ কোবিন্দ
প্রথম কোন বাংলাদেশী ক্রিকেটার টেষ্টে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে?
উত্তর: মুশফিকুর রহিম
নভেম্বর ২০২২ অফিস সহকারী পরীক্ষার সাধারণ জ্ঞান
বাংলাদেশের অর্থনীতির প্রধানখাত কী?
উত্তর: তৈরি পোশাক
বাংলাদেশে প্রথম কবে আদমশুমারী হয়?
উত্তর: ১৯৭৪ সালে।
ভিয়েতনামের মুদ্রার নাম কী?
উত্তর: ভিয়েতনাম ডং
বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র কোনটা?
উত্তর: সিঙ্গাপুর
MRA এর পূর্ণরুপ কী?
উত্তর: Micro-credit Regulatory Authority
বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত?
উত্তর: কুতুবদিয়া
বর্তমান বিশ্বের কোন সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়?
উত্তর: জাপানের সংবিধান
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গড় আয়ুতে শীর্ষ কোন দেশ?
উত্তর: মালদ্বীপ
তিনবিঘা করিডর কোন নদীর তীরে?
উত্তর: জম্মু তাওয়াই
কোন দেশে ভোট দেয়া বাধ্যতামূলক?
উত্তর: আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া
No comments:
Post a Comment