হারিয়ে যাওয়া কেরোসিনের বাতি
আদিম কাল থেকে মানুষ আগুনের ব্যবহার করে আসছে।খনিজ তেল আবিষ্কারের পূর্বে লোকে পশু ও সামুদ্রিক মাছের চর্বি ব্যবহার হতো। তেল আবিষ্কারের পরে কেরোসিনের ব্যবহার শুরু হয়। মোমবাতিও ব্যবহার হতো তবে এটা খরচ সাপেক্ষ হওয়ায় ব্যবহার কম ছিল।
এখন ঘরে ঘরে ইলেক্ট্রিসিটি চলে যাওয়ায় কেরোসিনের ব্যবহার কমে গেছে।
চলুন ছবিঘরে দেখে আসি হারিয়ে যাওয়া কেরোসিনের বাতি।
Oldest lamp,oldest kupi lamp, oldest light system, oldest kerosene lamp.
 |
Diwalli lamp in India |
 |
Lepali traditional lamp |
 |
Korean oil kamp |
 |
Asian kerosene lamp also used in Germany |
 |
Kupi lamp |
 |
Traditional kerosene lamp |
 |
Oldest fat oil lamp in room and Greece |
Leave a Comment