Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

কোন কোন উপাদান দিয়ে রঙ তৈরি হয়-paint making elements

 কালার বা রঙ তৈরির ইতিহাস 

আজ থেকে প্রায় ১৭০০০ হাজার বছর পূর্ব হতে pigments বা রং এর ব্যবহার হয়ে আসছে।লোকে paint করতো ছবি আঁকতে ও সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে।যতটুকু জানা যায় ফ্রান্স ও স্পেনে pigments ব্যবহার হতো  paint কাজে। চীনারা প্রথম প্রাকৃতিক আকরিক দিয়ে রং তৈরির কৌশল রপ্ত করে প্রায় ৮ হাজার পূর্বে Iron oxide  এর মাধ্যমে। মিশরে নীল ও লাল রঙের ব্যবহার শুরু হয় ১৭০০ বছর পূর্বে।


আঠারো শতক হতে বিংশ শতাব্দীর মধ্যে ইউরোপে রঙ তৈরির কারখানা শুরু হয়।বিভিন্ন ধরনের গাম,মোম, রেজিন ও রাসায়নিক উপাদান দিয়ে আধুনিক পেইন্ট কালার তৈরি শুরু হয়। 


রঙ


কোন কোন উপাদান দিয়ে কী কী কালার তৈরি হয়। 

চলুন জেনে নেয়া যাক যেভাবে বিভিন্ন কালারের Paint তৈরি হয়।

সাদা কালারের (white pigments) পেইন্ট তৈরির কৌশল

সাদা কালারের পেইন্ট রঙ তৈরিতে Titanium di oxide, lithopone, zing sulfide, zing oxide ব্যবহার হয়। 


Black pigments তৈরির জন্য উপরিউক্ত উপাদানের সাথে কার্বন ব্যবহার হয়।

Red pigments তৈরিতে minerals  Iron oxide, Cadmium, cuprouse oxide ও বিভিন্ন ধরনের সিনথেটিক ব্যবহার হয়।

হলুদ এবং কমলা রঙ তৈরিতে যে পিগমেন্টস ব্যবহার হয়:- molybdates, chromate, cadmium  compounds. 

সবুজ  ও নীল রঙ তৈরিতে  organic ও inorganic সিনথেটিক  pigments ব্যবহার হয়।

No comments: