বিগত সালের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সমাধান 

বিগত সালের উপসহকারী মেকানিক্যাল,সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের নিয়োগ প্রশ্ন সমাধান 

Previous bd jobs question solution for sub asst engineers and Assistant Engineers in different types Jobs position. 


লেদ সাইজ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

উত্তর: Length Between Centre, Swing over the head, swing over the carriage 


গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটা?

উত্তর: ০.৯৫ লিডিং 

বাংলাদেশে লোড ডেসপাস সেন্টার কোথায়?

উত্তর: সিদ্ধিরগঞ্জ 

লেদ, শেপার ও প্লেনার মেশিনে কোন ধরনের কাটিং টুলস ব্যবহার হয়?

উত্তর: মাল্টিপয়েন্ট  কাটিং টুলস।

ডিস কন্টিনিয়াস চিপস কোন ধরনের মেটাল থেকে পাওয়া যায়? 

উত্তর: ডাকটাইল ম্যাটেরিয়াল

ট্রান্সডিউসার কোনগুলি? 

উত্তর: ওয়াট আওয়ার মিটার,ট্রান্সডিউসার মিটার,ফ্রিকোয়েন্সী মিটার


১৫০০ rpm  সিনক্রোনাস স্পীডে মোটর চলার জন্য মোটরের পোল সংখ্যা কত লাগবে? 

উত্তর: ৪ টি।

ভোল্টেজ ডিভাইডার কোন ধরনের সার্কিট? 

উত্তর: প্যারালাল সার্কিট 

ক্যাসেট প্লেয়ার টেপ এ কি ব্যবহার করা হয়?

উত্তর:৷ CrO2

Sand Moulding এর ব্যবহার হওয়া   Flask এর নিচের অংশের নাম কী?

উত্তরঃ Drag

সোল্ডারিং পদ্ধতিতে তাপমাত্রার রেঞ্জ কত?

উত্তর: ৬০০ সে. থেকে ৯০০ সে.

কয়েনিং প্রক্রিয়ার নাম কী?

উত্তরঃ Cold Forging 

Investment Casting এ প্যাটার্ন তৈরিতে ব্যবহার হয়

উত্তরঃ Thermosetting Resin.

নরম ধাতু গ্রাইন্ডিং করতে কোন গ্রেডের হুইল ব্যবহার হয়?

উত্তর: High Grade

Gun Metal এর উপাদান কী কী?

উত্তর: ৮৫ থেকে ৯২ ভগ কপার সাথে অল্প পরিমাণ সীসা ও নিকেল

এক ওয়াট সমান কত?

উত্তর: 1 N-M/S

পেট্রোল ইঞ্জিন এর জন্য বাতাস ও জ্বালানির অনুপাত কত?

উত্তর: ১২:১

গাড়িতে সাধারণত কত ভোল্টেজ এর ব্যাটারী ব্যবহার হয়? 

উত্তর: ১২ ভোল্ট

গাড়ির ব্যাটারিতে কোন ধরনের এসিড ব্যবহার হয়?

উত্তর: সালফিউরিক এসিড।

গৃহস্থালি কাজে ব্যবহার হওয়া ফ্রিজের রেটিং কত?

উত্তর: ০.১ টন

পানির সর্বোচ্চ ঘনত্ব পাওয়া যায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 

উত্তর: ৪ ডিগ্রি সেলসিয়াস 

ধ্রব চাপে বাতাসের তাপমাত্রা কত?

উত্তর: ০.২১

ওয়াট মিটার কিসের মান দেখায়? 

উত্তর: একটিভ পাওয়ার 

হাই ফ্রিকোয়েন্সী পাওয়ার সরবরাহের জন্য কোনটা উপযোগী? 

উত্তর: ইনভার্টার



Previous Post Next Post