বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা, কর্মচারী পরিদপ্তর লিখিত পরীক্ষা- ২০২২
পদের নাম অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক / স্টোরম্যান
বাংলা
সন্ধি বিচ্ছেদ করুনঃ
উচ্চারণ= উৎ+চারণ
স্বেচ্ছা = স্ব+ইচ্ছা
পবিত্র = পো+ইত্র
সংখ্যা = সম্+খ্যা
অন্তর্ভুক্ত =অন্তঃ+ ভুক্ত
লিঙ্গ পরিবর্তন করুন
নবীন এর স্ত্রী লিঙ্গ
নবীনা
মালি এর স্ত্রী লিঙ্গ
মালিনী
সতী এর পুরুষ লিঙ্গ
উত্তর: সৎ
মহৎ এর স্ত্রী লিঙ্গ
উত্তর: মহতী
গুণবান এর স্ত্রী লিঙ্গ
উত্তর: গুণবতী
শুদ্ধ বানান লিখুন : সংখলা= শৃঙ্খলা
শ্রদাশ্রণী = শ্রদ্ধাঞ্জলি
, ভূতপূর্ব = ভূতপূর্ব
, অসদাচারন = অসদাচরণ
, দেদিপ্যমাণ = দেদীপ্যমান
বাক্য সংক্ষেপণ করুন:
যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার
যা পূর্বে দেখা যায়নি এমন = অভূতপূর্ব
যা আঘাত পায়নি = অনাহুত
যা পূর্বে শোনা যায়নি = অশ্রুত
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে = উদ্বাস্তু
ইংরেজি
ইংরেজিতে অনুবাদ করুন
আমগুলো ছাত্রদের মধ্যে ভাগ করে দাও
উত্তর: Divide the mangoes among the students.
আমি যদি পাখি হতাম
উত্তর: if i were a bird
অল্প বিদ্যা ভয়ংকরী
A little learning is a dangerous things
তার ঠান্ডা লেগেছে
He is in cold
যে দেশকে ভালোবাসে সে দেশ প্রেমিক।
The man who loves his country, is patriotist.
শুন্যস্থান পুরন করুন
Karim is..... weak to walk
Ans: Too
Do not run---- the sun
Ans: In
The poor suffer------ many troubles
Ans: from
Karim is dull-------- English
Ans: At
He burnt ----- Tears
Ans: with
ইংরেজি শব্দগুলোর Past Participle লিখুন
Teach = taught
Feed = Fed
Put =put
Creep = creped
Awake = awoken
Phrases & Idioms এর অর্থ লিখুন
Bring to book = প্রকাশ করা
Crocodile tears = মায়া কান্না
Get rid of = মুক্তি
Ins and outs = খুঁটিনাটি
Out and out = সম্পূর্ণ রুপে
গণিত
শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা
৪ বছরে মুনাফা-মূলধনে ২০৫০ টাকা হবে?
= 3 হলে, x + 1
x³
এর মান কত ?
10 সে.মি. ব্যাসের বৃত্তের পরিধি কত সে.মি. ? ( 3.14)
বৃত্তের ২টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন ?
সাধারণ জ্ঞান
ছয় দফার প্রথম দফাটি লিখুন।
উত্তর: প্রাদেশিক স্বায়ত্তশাসন
'লাল নীল দীপাবলী' গ্রন্থের লেখকের নাম লিখুন ?
উত্তর: হুমায়ুন আজাদ
‘কৃতদাসের হাসি' গ্রন্থের লেখকের নাম লিখুন ?
উত্তর: শওকত ওসমান
ইটালির মুদ্রার নাম লিখুন।
উত্তর: ইউরো
সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায় ?
উত্তর: ডি
১৯। ইনসুলিন মানবদেহের কোন গ্রন্থি থেকে পাওয়া যায় ?
উত্তর: অগ্ন্যাশয়
জাতিসংঘের মহাসচিব এর নাম লিখুন ?
উত্তর: অ্যান্তেনিও গুতেরেস
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি ?
উত্তর: ১৫৩ টি
ভিয়েতনামের রাজধানীর নাম লিখুন।
উত্তর: হ্যানয়
পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম লিখুন।
উত্তর: কাস্পিয়ান
বাংলাদেশের একমাত্র জলবিদুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
ঢাকা শহর প্রথম প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৬১০ সালে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত দৈনিক পত্রিকার নাম লিখুন।
উত্তর: নবযুগ
WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা
বাংলাদেশের কোন স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় ?
উত্তর: কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে।
No comments:
Post a Comment