Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৫/০৯/২০২২

Civil engineering jobs question solution BWDB

civil Department written jobs solution 2022


Sub assistant engineer civil Bangladesh water development board bwdb written Exam question solution 2022.

Sub assistant engineer civil BUET pattern Exam question solution. Diploma in civil engineering buet pattern jobs question solution 2022


 একটি পুকুরের উপরের পৃষ্ঠমাপ 75mx65m, ঢালু 1:1.5 এবং গভীরতা 3.5m হলে, মাটি খননের পরিমাণ নির্ণয় করুন।


পুকুরের অংক



একটি পানির ট্যাংকের উচ্চতা 3.25m, ব্যাস 1.5m হলে এর তলদেশ ও মধ্যখানে চাপ কত? পাত্রের তলদেশে 7.5cm ব্যাসের ছিদ্র আছে, তাতে তরলের বেগ কত?


বেগ নির্ণয়



298 m ব্যাসার্ধের একটি রাস্তার বাঁক 29 cm সুপার এলিভেশন দিয়ে ডিজাইন করা হয়েছে। যদি রাস্তার প্রস্থ 14.5m এবং ঘর্ষণ সহগ 0.15 হয়, তাহলে ঐ রাস্তায় গাড়ির অনুমোদিত বেগ (km/hr) কত হবে?


অনুমোদিত বেগ



6m লম্বা একটি সাধারণভাবে স্থাপিত বিমের উপর 310 kg/m বিস্তৃত লোড আছে। যদি বেন্ডিং স্ট্রেস এর মান 50 kg/cm এর বেশি না হয়, তাহলে আয়তাকার বিমের আকার নির্ণয় করুন। বিমের কার্যকরী গভীরতা উহার প্রস্থের দেড়গুণ হবে।




একটি শহরের জনসংখ্যা 20,50,000 জন। যদি জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায়, তাহলে 20 বছর পরে ঐ এলাকায় পানির চাহিদা কত?মাথাপিছু পানির চাহিদা 100 liter.

See image


14 inch x 26 inch আয়তকার প্রন্থচ্ছেদ এবং 30 ft লম্বা একটি কংক্রিট বিম তৈরি করতে প্রয়োজনীয় সিমেন্ট, বালি ও পাথরকুচির পরিমাণ নির্ণয় করুন। কংক্রিটের আয়তনিক মিশ্ৰণ অনুপাত 11.75:2.9 বিবেচনা করুন। see image


বিম ও পানির অংক


 কনফাইন্ড অ্যাকুইফারে 80cm ব্যাসের একটি নলকূপে সাম্য প্রবাহকালে ড্র-ডাউনের পরিমাণ 4m এবং পানি ধারক স্তরের পুরুত্ব 10m হলে নিম্নের তথ্যাদির ভিত্তিতে নলকূপটির পানি ক্ষরণের পরিমাণ নির্ণয় করুন। তথ্যাদি: প্রভাব বৃত্তের ব্যাস= 600m ভেদ্যতা সহগ= 20m / day.


See image 

0.016 m' আয়তনের একখণ্ড নমুনা মৃত্তিকার ওজন 28.25 kg এবং উক্ত নমুনাকে বৈদ্যুতিক চুল্লিতে শুকানোর পর এটার ওজন 26.25 kg পাওয়া গেল। নমুনাটির একক ওজন (UniyWeight), শুষ্ক একর জন (Dry Unit Weight), জলীয় অংশের শতকরা হার (% of Water Content). সম্পৃক্ততার মাত্রা (Degree of Saturation), ভয়েড রেশিও (Void Ratio) এবং পরোসিটি (Porosity) নির্ণয় করুন। G = 2.65

See image

পরোসিটি নির্ণয়ের অংক


B পাশের বিমটির SFD ও BMD অঙ্কন করুন।


Beam math



 ১. বাগধারা (শুধু অর্থ খুিন)।

(i) টীকা ভাষা এর বাগধারা 

উত্তর:  দীর্ঘ আলোচনা

 (ii) লগন চাঁদ এর বাগধারা 

উত্তর: অতি ভাগ্যবান

 (III) গোল আনা এর বাগধারা 

উত্তর: সম্পূর্ণ 

 iv) কেস কেরোসিন

উত্তর: গুরুতর অবস্থা 

 (V) জলে কুমির ডাঙ্গায় বাঘ

উত্তর: সবদিককে বিপদ

২. বানান শুদ্ধ করে লিখুন।

(i) বৌদ্রকরোজ্জ্বল 

উত্তর: রৌদ্রোজ্জ্বল 

ii) মনঃহারিনি

উত্তর: মনোহারিণী 


(iii) সংকীর্ণমনা

উত্তর: সংকীর্ণমনা 

iv) শুদু: শ্রদ্ধাস্পদেষু 

v) স্বায়ত্বশাসন

উত্তর: স্বায়ত্তশাসন


3. Translate into English.

(1) আমি পাঁচ ঘণ্টা যাবৎ অপেক্ষা করছি।

I have been waiting for five years. 

(ii) অভাবে স্বভাব নষ্ট।

Necessity knows no low 

(V) আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।

I have received your letter yesterday. 


(iv) বাংলাদেশ উৎসবের দেশ।

Bangladesh is a country of festival


প্লেনটা সময় মত ছেড়েছিল 

The plane flew at right time

8. Fill in the gaps with appropriate

(i) Do you have any money----- you.

Ans:  with

(iii) Please sit ---my desk.

On

(v) What  is the time ---- your Watch 

Ans: by


(ii) He sent me a cheque......... TK 5000.

Ans: for

(iv) We come here......... learning english

Ans: To


৫. নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন।

সাফ কাপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের বাড়ি কোন জেলায়?

উত্তরঃ সাতক্ষীরা 

তিনবিঘা করিডর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: তিস্তা 


ii) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সর্বশেষ বাংলায় ভাষণ দিয়েছেন?

উত্তর: ৭৭ তম


'শেখ মুজিব আমার পিতা' বইটি প্রথম প্রকাশিত হয় কত সালে?

উত্তর: ১৯৯৯ সালে কলকাতা বইমেলায়। 


(iv) 'কালনা সেতু' কোন নদীর উপর নির্মিত হয়েছে?

উত্তর: মধুমতী 


V) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

উত্তর: সিপাহী

(vi) বিশ্ব পানি দিবস কত তারিখ?

উত্তর: ২২ মার্চ

(vii) এ বছর ২০২২ পরিবেশ বিষয়ক জলবায়ু সম্মেলন COP-27 কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: মিশরে

(viii) সম্প্রতি ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়?

উত্তর: দিল্লি বিশ্ববিদ্যালয় 

(ix) UNICEF এর পূর্ণরূপ কী?

উত্তর: United Nations International children emergency fund