মল মূত্রের রাসায়নিক উপাদান
মানুষের মল মূত্রের প্রধান প্রধান উপাদান
Human feces and urine
প্রশ্ন: মানুষের মলে বা গু তে কী থাকে?
মানুষের বিষ্ঠা কী কী উপাদান দিয়ে তৈরি?
মানুষের মূত্রে কী কী উপাদান থাকে?
পশু পাখির মল মূত্রে কী কী উপাদান থাকে?
মল-মুত্র
উত্তর: মানুষের মলে ফ্রেশ অবস্থায় ৭৪.৬ ভাগ পানি থাকে।এবং বাকিটুকুর মধ্যে ৮০ থেকে ৯৩ ভাগ কঠিন জৈব পদার্থ থাকে। এই সলিড অর্গানিক পদার্থের মধ্যে আবার ২৫ থেকে ৫৪ শতাংশ বায়ো জৈব পদার্থ থাকে।দুই থেকে পঁচিশ ভাগ প্রোটিন। পঁচিশ ভাগ কার্বোহাইড্রেট এবং দুই থেকে পনেরো ভাগ ফ্যাট থাকে।
মানুষের মলের পিএইচ ৬.৬৪
মানুষের মূত্রে কী কী উপাদান থাকে?
উত্তর: ৯৫ শতাংশ পানি।দুই শতাংশ ইউরিয়া।ইউরিক এসিড ০.০০৩ শতাংশ। ক্রিয়েটিনাইন থাকে ০.১ শতাংশ। বাকীটা থাকে পটাশিয়াম, সোডিয়াম,অ্যমোনিয়া, ফসফেট, ক্লোরাইড ও অন্যান্য উপাদান।
Leave a Comment