বিএআরসি কাম কম্পিউটার অপারেটর নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২


বাংলাদেশ কৃষি গবেষণা নিয়োগ প্রশ্ন সমাধান, কৃষি সেক্টর বিগত সালের প্রশ্ন সমাধান,  Bangladesh krishi gobeshona Council prosno solution 2022, barc jobs question solution cum computer operator question solution 2022


কৃষি গবেষণা কাউন্সিল কম্পিউটার অপারেটর নিয়োগ প্রশ্ন সমাধান 

কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক) আকাশ আজি মেঘলা যেয়ো নাকো একলা।

 উত্তর: কর্তায় শূন্য 

(ঘ) ডাক্তার ডাক।

উত্তর: কর্ম কারকে ৬ষ্ট বিভক্তি 


গ) জাহাজে সাগর পার হওয়া যায়।

উত্তর: করণ কারকে সপ্তমী বিভক্তি 

(ঘ) তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।

উত্তর:  সম্প্রদানে ৬ষ্ঠী বিভক্তি 

(ঙ) বাবা বাড়ি নেই।

উত্তর: অধিকরণ কারকে শূন্য বিভক্তি 


"পর্বত" শব্দের ৫টি সমর্থক শব্দ লিখুন:

উত্তর: পাহাড়, গিরি,নগ,শৈল,অচল


Make Sentence with meaning:

1) Right and left এর অর্থ কী 

উত্তর: সব দিকে

2)  By virtue of এর অর্থ কী? 

উত্তর: অধিকারের মাধ্যমে


3)  Point blank এর অর্থ কী 

উত্তর: সরাসরি লক্ষ্য বস্তুতে তাক করা বোঝায়

4)  In time এর অর্থ কী 

উত্তর: সময়মত

5) Narrow escape এর অর্থ কী 

উত্তর: সংকীর্ণতা বোঝায় এমন


Translate into English:


ক) জেলেরা নদীতে মাছ ধরছে।

The fishermen are catching fish in the river.

খ) স্বদেশপ্রীতি একটি মহৎ গুণ।

The patriotism is a great virtue.

গ) অসারের তর্জন গর্জনই সার।


ঘ) মেধা মানে সমস্যা এড়াবার যোগ্যতা।

Intellectuality means ablity to avoid problems. 


ঙ) লোকটি গরিব কিন্তু সৎ।

The man is poor but honest


ABC ত্রিভুজে <B= 6x ডিগ্রি, <C = 5x ডিগ্রি, <A =y ডিগ্রি এবং 6<A = 7<B

হলে, x এবং y এর মান কত?


 বর্গাকার একটি মাঠের ভেতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার

ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল কত হেক্টর ?


এক কথায় উত্তর দিন:


ক) বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কী?

উত্তর: বিএনএস পদ্মা

(খ) মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোন সেক্টরের অধীনে কোন সেক্টর কমান্ডার ছিল না?

উত্তর: ১০ নং

গ) পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন ?

উত্তর: হিন্দি ভাষা থেকে 

ঘ) বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ ?

উত্তর: এল সালভেদার

ঙ) “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি" - গানটির শিল্পী কে?

উত্তর: গোবিন্দ হালদার 


(চ) এক্সেল প্রোগ্রাম দ্বারা কোন ধরণের ফাইল তৈরী হয়?

উত্তর: .xlsx

(ছ) প্রিন্টারের মান কীভাবে পরিমাপ করা হয়?

উত্তর: DPI = Dots per inch.

জ) ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা কত ?

উত্তর: ১০০%

ঋ) ইনপুট আউটপুটকে সংক্ষেপে কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ?




এ) বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি ?

উত্তর: পিপীলিকা 


ট) মিনি কম্পিউটারের জনক কে? 

উত্তর: কেনেথ অলসেন


ঠ) SOAP এর পূর্ণরূপ কী ?

উত্তর: Simple Object access protocol 

ড) কী বোর্ডের কন্ট্রোল কী এর সংখ্যা কয়টি ?

উত্তর: দুটি

ঢ) ডিজিটাল কম্পিউটার কত প্রকার ?

উত্তর: চার প্রকার 

4) ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয় ?

উত্তর: ব্যান্ডউইথ


Barc computer operator question solution


নবীনতর পূর্বতন