পৃথিবী ঘূর্ণন গতি কোথায় পেল? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কেন?
আমরা হয়ত জানি, আজকে ৪.৫ বিলিয়ন বছর পূর্বে সূর্যের বিস্ফোরণ হয়।আমাদের সৌরজগতের যা কিছু তার প্রায় সবই সূর্যের অংশ।তো সূর্যের বায়ুমন্ডলে গ্যাস ও ধূলিকণা, মেঘ ভেঙে পড়ে।শুরু হয় সৌরঝড়। সূর্যের গ্র্যাভিটির কারণে গ্যাসীয় ঝড়টি সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই ঝড়ে ব্যাপ্তি ও পরিধি ছিল বিশাল। তাই ঐ গ্যাসীয় ঘূর্ণন ঝড়ে কারণে সৌরজগতের সবকিছু সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবং নিজ অক্ষ বরাবর ঘুরতে থাকে। যেমন আমাদের পৃথিবী নিজ অক্ষে একবার ঘূর্ণন সম্পূর্ণ করতে প্রায় ২৪ ঘন্টা সময় নেয়।যাকে একদিন বলি। আর সূর্যের চারিদিকে এক ঘূর্ণন সম্পূর্ণ হতে লাগে ৩৬৫ দিন।
গ্রহ বা পৃথিবীর ঘূর্ণন গতি কি কমে যাবে?
প্রশ্ন জাগতে পারে বিলিয়ন বিলিয়ন বছর পূর্ব শুরু হওয়া পৃথিবীর ঘূর্ণন থেমে যায় না কেন? কেন অনন্তকাল গ্রহগুলো ঘুরছে?
নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বাহ্যিক কোন বল প্রয়োগ করা না হলে স্থীর বস্তু চিরকাল স্থীর থাকবে আর গতিশীল বস্তু অনন্তকাল সমবেগ বা সমদ্রুতিতে চলতে থাকবে।
অর্থাৎ যেখানে কোন বাহ্যিক বল নাই,অভিকর্ষ বল নাই সেখানে এমন ঘটবে। পৃথিবী তার সবকিছু৷ নিজের দিকে টানছে কিন্তু পৃথিবীকে কেউ টানছে না।অর্থাৎ গ্রহগুলো শূন্য গ্র্যাভিটিতে আদিবেগ নিয়ে ঘুরছে এবং নিজস্ব কক্ষপথ বরাবর ঘুরতেই থাকবে। সৌরজগতের সবকিছু ঘড়ির কাঁটার উল্টোদিকে প্রদক্ষিন করে। কিন্তু ভেনাস ও ইউরেনাস ঘড়ির কাঁটার দিকে ঘোরে।ধারণা করা হয় বিশাল গ্রহাণু এই দুটি গ্রহকে ধাক্কা দেয় যার ফলে এর ঘূর্ণন দিক বদলে যায়।তো অবশেষে আমরা বুঝতে পারলাম গ্রহগুলোর ঘূর্ণন থামিয়ে দেয়া না হলে ঘুরতেই থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন