ফ্যাক্স এর আবিষ্কারক

1843 সালে ফ্যাক্স আবিষ্কার হয়। স্কটল্যান্ডের ঘড়ির মেকার আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন। ফ্যাক্সের মাধ্যমে কোন টেক্সট অথবা ছবির হুবহু কপি প্রিন্ট করা যায়। বেইন ১৮১১ সালে ১২ অক্টোবর জন্ম গ্রহণ করেন। ১৮৭৭ সালে ২ জানুয়ারি মৃত্যু বরণ করেন। 

أحدث أقدم