মহামতি  আকবর

শাসনব্যবস্থায় ও সামাজিক ক্ষেত্রে  আকবর অনেক সংস্কার করে গেছেন। তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে ছিলেন।১৫৬৪ সালে তিনি হিন্দুদের  উপর থেকে জিজিয়া কর তুলে নেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে ছিলেন।বিধবা বিবাহের পক্ষে ছিলেন।আকবর সকল ধর্মের সমন্বয়ে দীন-এলাহী নামে একটি মতবাদ চালু করেন।একারণে তাকে মহামতি বলা হয়।


সম্রাট আকবরকে মহামতি বলা হয় কেন?


Post a Comment

أحدث أقدم