সর্বশেষ আত্মপ্রকাশ করা দেশ

 ব্রিটিশ উপনিবেশ ছেড়ে প্রজাতন্ত্র হিসাবে সর্বশেষ আত্মপ্রকাশ করা দেশটি হলো বার্বাডোস।

বার্বাডোস কোথায় অবস্থিত? 

বার্বাডোস ক্যারিবীয় সাগরের পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের  একটি দ্বীপ রাষ্ট্র। 

এটা একসময় বিট্রিশদের অঙ্গরাজ্য ছিলো।এখানকার বাসিন্দারা মূলত চিনির কলে কাজ করতে আসা আফ্রিকন দাসদের বংশধর। ১৯৬৬ সালে ব্রিটিশ উপনিবেশ ছেড়ে প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। দেশটির মাথাপিছু আয় ১৫৭৭৭ ডলার। দেশটির রাষ্ট্র ভাষা ইংরেজি। বার্বাডোসের রাজধানীর নাম ব্রিজটাউন। 

বার্বাডোস


Post a Comment

أحدث أقدم