মোল্ডিং বালি

মেল্ডিং স্যান্ড কাকে বলে?

উত্তরঃ ঢালাই কারখানা বা ওয়ার্কশপে হোল্ডিং বা ছাঁচ তৈরিতে যে বালি ব্যবহার করা হয় তাকে মোল্ডিং স্যান্ড বলে


মোল্ডিং স্যান্ড কত প্রকার? 

উৎস অনুসারে মোল্ডিং স্যান্ড বা বালি দুই প্রকার।

ক. প্রাকৃতিক বালি: নদ-নদী থেকে যে বালি পাওয়া যায় তাকে প্রাকৃতিক বালি বলে।

খ. কৃত্রিম বালি: বাইন্ডার ও অন্যান প্রয়োজনীয় উপাদান মিশিয়ে যে বালি তৈরি করা হয় তাকে কৃত্রিম বালি বলে।এই বালিতে কাঁদা থাকে না।

ব্যবহার অনুসারে মোল্ডিং স্যান্ড নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে।

১. গ্রীন স্যান্ড ২. লোম স্যান্ড ৩.ফেসিং স্যান্ড ৪. বেকিং স্যান্ড ৫. সিস্টেম স্যান্ড ৬. পার্টিং স্যান্ড



বালির পারমিয়াবিলিটি কী?  পারমিয়াবিলিটি কিভাবে নির্ণয় কর হয়?

গলিত ধাতু মোল্ডে ঢালাই করলে মোল্ডের বালিতে বাষ্পের সৃষ্টি হয় এছাড়াও গলিত ধাতুর মধ্যে কিছু গ্যাস দ্রবীভূত থাকে।এই গ্যাস এবং বাষ্প ঢালাইকৃত বস্তুর মধ্যে গ্যাস হলের সৃষ্টি করে তাই বালির দানার গুণাবলী এমন হইবে যাতে গ্যাস এবং বাষ্প বালির ভিতর দিয়ে বের হয়ে যায়। বালির এই গুনকে পারমিয়াবিলিটি বলে।হোল্ডিং বালির পারমিয়াবিলিটি বেশি হওয়া উচিত। 

পারমিয়াবিলিটি বের করার পদ্ধতি 

পারমিয়াবিলিটি নাম্বার P= Vh/pat


P= পারমিয়াবিলিটি নাম্বার 

V = বাতাসের আয়তন(cm2)

H = বালির নমুনার উচ্চতা (cm)

A= বালির নমুনার ক্ষেত্রফল

T= সময় (মিনিট)



Post a Comment

أحدث أقدم